হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ফিলিস্তিনের জুনিয়র ফুটবল দলের স্পনসর কোকা–কোলা! ভাইরাল তথ্যটির সত্যতা জানুন

ফ্যাক্টচেক ডেস্ক

হামাস–ইসরায়েল সংঘাত ইস্যুতে ‘বয়কট কোকা–কোলা’ ক্যাম্পেইন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বয়কট আহ্বানকারীদের দাবি, ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালাতে ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা করছে কোমল পানীয় কোম্পানি কোকা–কোলা। এই ইস্যুকে ঘিরে সম্প্রতি একটি বিজ্ঞাপনও নির্মাণ করে কোকা–কোলা বাংলাদেশ। বিজ্ঞাপনটিতে প্রতিষ্ঠানটি দাবি করে, ‘কোকা–কোলা ইসরায়েলের পণ্য নয়, মানুষ সঠিক তথ্য না জেনেই পণ্যটি বয়কটের ডাক দিয়েছে।’ এ নিয়ে আবার নতুন করে আলোচনায় আসে ‘বয়কট কোকা–কোলা’ প্রচারণাটি। এর মধ্যেই ১৩ জুন ‘মুহাম্মদ আনোয়ার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকজন কিশোরের কোকা–কোলার লোগো সংবলিত জার্সি পরা একটি ছবি ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়, ফিলিস্তিন জুনিয়র ফুটবল টিমের স্পনসর করেছে কোকা–কোলা। 

একই ছবি পোস্ট করে ইঞ্জিনিয়ার মামুন নামে এক ব্যক্তি লিখেছেন, ‘এখন কি তোমরা ফিলিস্তিনিদেরও বয়কট করবা? যেসব ‘ভণ্ডরা’ ফিলিস্তিনিদের পক্ষ হয়ে কোকা–কোলা বয়কট করেছে, সেই কোকা–কোলার স্পনসর নিয়েছে সেই ফিলিস্তিনিরা নিজেরাই!’ যদিও আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল এ ছবির গল্প ভিন্ন। 

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ‘কুদস নেট নিউজ এজেন্সি’র ওয়েবসাইটে ২০২২ সালের ১০ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ওই বছর নরওয়েতে অনুষ্ঠিত নরওয়েজিয়ান চ্যাম্পিয়নশিপ রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশন নামে একটি দাতব্য সংস্থার ফুটবল দল। ভাইরাল ছবিটি ওই ফুটবল দলের। 

রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশনের ফুটবল দলটিকে খেলাধুলার পোশাক সরবরাহ করে ন্যাশনাল বেভারেজ কোম্পানি (এনবিসি) নামের একটি স্বাধীন কোম্পানি। এনবিসি এর আগেও রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশনের ফুটবল দলকে ২০১৯ সালে স্প্যানিশ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপের সময় স্পনসর করে। প্রতিবেদনটির কোথাও এই দলটিই ফিলিস্তিনের জুনিয়র ফুটবল দল—এমন কোনো তথ্য পাওয়া যায়নি। রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশন ৭ থেকে ৩০ বছর বয়সী প্রতিভাবান কিশোর–তরুণদের নিয়ে কাজ করে থাকে। 

পরে আরও খুঁজে এনবিসির ওয়েবসাইটেও একই তথ্য পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ২০২২ সালের ১০ আগস্টে প্রকাশিত প্রতিবেদনে এনবিসির জেনারেল ম্যানেজার ইমাদ আল হিন্দি বলেন, রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশনের ফুটবল দলের জন্য এনবিসির সহযোগিতা আগের মতোই অব্যাহত থাকবে। যেমনটা করা হয়েছিল ২০১৯ সালে। 

অর্থাৎ কোকা–কোলার লোগো সংবলিত জার্সি পরা যে দলটিকে ফিলিস্তিনের জুনিয়র ফুটবল দল দাবি করা হচ্ছে, সেটি মূলত ফিলিস্তিনি কিশোর–তরুণদের নিয়ে কাজ করা রাওয়াহেল চ্যারিটি অ্যাসোসিয়েশন নামে একটি দাতব্য সংস্থার নিজস্ব ফুটবল দল। এর সঙ্গে ফিলিস্তিনের জাতীয় ফুটবলের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ২০১৬ সালে ফিলিস্তিনে কোকা–কোলার ফ্যাক্টরি খোলার পেছনে বড় ভূমিকা রাখে এই এনবিসি। কোকা–কোলার অফিশিয়াল ওয়েবসাইটে এনবিসি সম্পর্কে বলা হয়েছে, এটি একটি স্বাধীন কোম্পানি। তবে কোকা–কোলার সঙ্গে চুক্তিবদ্ধভাবে এটি পরিচালিত হয়। ১৯৯৮ সাল থেকে এনবিসির সঙ্গে যৌথভাবে কোকা–কোলা গাজায় স্কুল পরিচালনা, রোজায় ইফতার বিতরণ থেকে শুরু করে নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে বলেও ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে। 

আরও পড়ুন:–

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

ময়মনসিংহে ধর্ষণের পর হত্যার দাবিতে ভারতে তরুণীর লাশ উদ্ধারের ভিডিও প্রচার

তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক দাবিতে এডিটেড ছবি প্রচার

লক্ষ্মীপুরে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের দাবিটি সঠিক নয়, যা বলছেন ভুক্তভোগীরা

‘বাংলাদেশিরা খিদেতে ঘোড়ার মাংস খাচ্ছে’, ভারতীয় মিডিয়ার এই দাবির ভিত্তি কী