বেগুন কাটতেই ভেসে উঠলো ‘আল্লাহ’র নাম—এমন শিরোনামে গত রমজানে বেসরকারি সংবাদভিত্তিক টিভি চ্যানেল এটিএন নিউজ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি গত ২৫ মার্চ চ্যানেলটির ফেসবুক পেজ এটিএন নিউজ ডিজিটালে প্রতিবেদনটি পোস্ট করা হয়।
দাবি অনুযায়ী, ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর পৌরসভার ঘটনা। বেগুনটি কিনে আনা হয়েছিল ইফতারের আয়োজনে বেগুনি বানানোর উদ্দেশ্যে। বেগুনটি ফালি করে কাটতেই দেখা মেলে আরবি হরফে লেখা ‘আল্লাহ’। ভিডিওটি রোববার (১২ মে) রাত ৮টা পর্যন্ত দেখা হয়েছে ১১ লাখ বার। কমেন্ট পড়েছে ২৮ হাজারের বেশি। এসব কমেন্টে অনেক ফেসবুক ব্যবহারকারী এমন ঘটনায় স্রষ্টার প্রশংসা করেছেন।
কেবল এ দুটি ঘটনাই নয়, বিভিন্ন সময়েই দেশের সংবাদমাধ্যমে এমন ঘটনা উঠে এসেছে। একসময় কোরবানি ঈদের মৌসুমে এমন অনেক ঘটনা শোনা যেত যে, কোরবানির পশুর মাংসের গায়ে দেখা মিলেছে আল্লাহর নাম।
ইন্টারনেটে খুঁজে দেখা যায়, এসব ঘটনা কেবল বাংলাদেশেই নয়, পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন সময় ঘটেছে। ২০০৪ সালে বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ওই সময় প্রায় এক যুগ পুরোনো টোস্ট করা চিজ স্যান্ডউইচ নিলামে ২৮ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। ওই স্যান্ডউইচে নাকি ফুটে উঠেছিল মাতা মেরির মুখ!
এমন দাবিগুলো কেবল ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নেই।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর ২০১২ সালের এক প্রতিবেদন থেকে জানা যায়, ওই সময় তিন বছরের পুরোনো একটি ফ্রোজেন চিকেন নাগেট নিলামে ৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল। কারণ, ওই নাগেটে দেখা গিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মুখাবয়ব!
এসব ঘটনার ব্যাখ্যা কী?
এই প্রশ্নের উত্তর মেলে বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট লাইভ সায়েন্সে প্রকাশিত এক প্রতিবেদনে। ওয়েবসাইটটি জানায়, এসব প্রশ্নের উত্তর আছে ‘প্যারেডোলিয়া’ নামের একটি বিশেষ মানসিক অবস্থার মধ্যে।
প্যারেডোলিয়া কী
ইংরেজি ‘প্যারেডোলিয়া (Pareidolia)’ শব্দটির উৎপত্তি দুটি গ্রিক শব্দ থেকে। শব্দটি গ্রিক para (ইংরেজি অর্থ: পাশে বা বাইরে) এবং Eidos (ইংরেজি অর্থ: ছবি, চেহারা) শব্দের সমন্বয়ে তৈরি।
ব্যাপক অর্থে প্যারেডোলিয়া হলো মস্তিষ্কের ভ্রান্তি, যেখানে একজন ব্যক্তি এলোমেলো চিত্র বা প্যাটার্নকে সংগঠিত একক অবয়ব হিসেবে দেখেন। অর্থাৎ মানুষ কোনো জড় বস্তুর পৃষ্ঠে কোনো মুখাবয়ব দেখতে পান— এটিই প্যারেডোলিয়া। স্যান্ডউইচের মধ্যে মাতা মেরির ছবি বা চাঁদে মানুষ দেখা প্যারেডোলিয়ার উদাহরণ।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের স্নায়ুবিজ্ঞানী সোফি স্কট প্যারেডোলিয়া সম্পর্কে বিবিসিকে বলেন, এটি মানুষের আকাঙ্ক্ষা থেকেই তৈরি হয়। অর্থাৎ মানুষ যা দেখতে চায় (সচেতনে বা অবচেতনে), জড়বস্তুর পৃষ্ঠেও তা–ই দেখে। যেমন, যে ব্যক্তি টোস্টে যিশুর মুখাবয়ব দেখছেন, তিনি টোস্টটিকে কেবল টোস্ট হিসেবে না দেখে, নিজের চাওয়া বা কল্পনার সঙ্গে মিলিয়ে যিশুর মুখাবয়ব খুঁজে নিয়েছেন।
‘দ্য সেলফ ইলিউশন: হাউ দ্য সোশ্যাল ব্রেইন ক্রিয়েটস আইডেনটিটি’ বইয়ের লেখক ব্রুস হুড বিবিসিকে বলেন, একবার যখন কেউ টোস্টে মাতা মেরি বা চিকেন নাগেটে জর্জ ওয়াশিংটনকে আবিষ্কার করে ফেলেন, তখন আর তাঁর দৃষ্টি থেকে সেই চিত্র সরানো কার্যত অসম্ভব হয়ে পড়ে। মানে কেউ না দেখলেও টোস্ট বা নাগেটের গায়ে বারবার তিনি ওই অবয়বই দেখবেন।
হুড আরও বলেন, কেউ কেউ এই ঘটনাগুলোকে অতিপ্রাকৃত বা অলৌকিক ঘটনার প্রমাণ বলে বিশ্বাস করতে পারেন। আর এ কারণেই এটি কখনো কখনো হয়ে ওঠে লাভজনক বাণিজ্য!
সোজা কথায়, প্যারেডোলিয়া হলো এমন ঘটনা, যখন মানুষ এলোমেলো বিশৃঙ্খল প্যাটার্ন, চিত্র, রেখা বা অমৃণ পৃষ্ঠের মধ্যে অর্থপূর্ণ ও নির্দিষ্ট কিছু আবিষ্কার করে ফেলে। বাংলাদেশে বেগুন বা মাংসের গায়ে আল্লাহর নাম খুঁজে পাওয়াও এই প্যারেডোলিয়ারই অংশ।
লাইভ সায়েন্স বলছে, কেবল চিত্র বা মুখাবয়ব নয়, প্যারেডোলিয়া শ্রবণের ক্ষেত্রেও ঘটতে পারে। একে ‘অডিও প্যারেডোলিয়া’ বলা হয়। এ ক্ষেত্রে একজন মানুষ কোনো সুগঠিত বাক্য, গান বা এলোমেলো শব্দের মধ্যে এমন কিছু শোনে, যা আদতে সেখানে ছিল না। এটা হতে পারে বাক্যের ভুল ব্যাখ্যার কারণে অথবা বিশৃঙ্খলার মধ্যে শোনার কারণে।
অডিও প্যারেডোলিয়ার ক্ষেত্রে মানব মস্তিষ্ক বুঝতে না পারা শব্দের জন্য স্বীকৃত কোনো প্যাটার্নের অনুসন্ধান করে, নিকটতম মিল খুঁজতে থাকে এবং এসবের ভিত্তিতে বার্তা তৈরি করে। এর ফলে ওই ব্যক্তি এক সময় অদ্ভুত ও উদ্ভট সিদ্ধান্তে পৌঁছায়। মোরগের ডাকের মধ্যে ‘আল্লাহ’ খুঁজে পাওয়াকে এই অডিও প্যারেডোলিয়া দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে।
কাদের ক্ষেত্রে এমন বেশি ঘটে?
দ্বিমাসিক পিয়ার–রিভিউড বৈজ্ঞানিক প্রকাশনা অ্যাপ্লায়েড কগনিটিভ সাইকোলজিতে ২০১২ সালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ধার্মিক বা অলৌকিকত্বে বিশ্বাসী মানুষের প্যারেডোলিয়ার অভিজ্ঞতা বেশি হয়। স্নায়বিকভাবে দুর্বল মানুষেরও এমন হয়। এর কারণ হিসেবে মনে করা হয়, এ ধরনের মানুষ বিপদের আশঙ্কায় সতর্ক থাকে বেশি। এ ছাড়া প্যারেডোলিয়ার অভিজ্ঞতা পুরুষদের তুলনায় নারীদের সাধারণত বেশি হয়।