হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

আন্দোলনকারীদের গণভবন অভিমুখী যাত্রার ভিডিও ভাইরাল, এটি কোথাকার

ফ্যাক্টচেক ডেস্ক

নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশজুড়ে প্রতিদিনই কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। এমন পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশাল এক জনসমাবেশ রাস্তা ধরে কোনো এক দিকে এগিয়ে যাচ্ছে। 

ভিডিওটিতে দাবি করা হচ্ছে, জনসমাবেশটি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনমুখী যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার ‘সারোয়ার হোসেন প্রবাসী’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ লাখ ৪৯ হাজার বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার এবং রিয়েকশন পড়েছে ২৩ হাজারের বেশি।

আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, গণভবন অভিমুখী যাত্রার দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়। 

রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘উজালেন্ডো নিউজ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ‘উজালেন্ডো নিউজ’ কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যম। গত ২৫ জুন করা টুইটটি থেকে জানা যায়, ভাইরাল ভিডিওটি কেনিয়ার রাজধানী নাইরোবির আউটার রিং রোড থেকে ধারণ করা। এই টুইটের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভিডিও ধারণের স্থানটি পাওয়া যায়।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৫ জুন কেনিয়ার পার্লামেন্টে প্রায় সব ধরনের পণ্যে কর বাড়ানোর একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবটি পাসের সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট চত্বরসহ পুরো নাইরোবিতে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় অনেক প্রাণহানির ঘটনাও ঘটে। এই ঘটনারই একটি ফুটেজ বাংলাদেশে চলমান আন্দোলনকারীদের গণভবন অভিমুখী যাত্রার দাবিতে প্রচার করা হচ্ছে।

আরও খবর পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন