ফ্যাক্টচেক ডেস্ক
নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশজুড়ে প্রতিদিনই কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। এমন পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশাল এক জনসমাবেশ রাস্তা ধরে কোনো এক দিকে এগিয়ে যাচ্ছে।
ভিডিওটিতে দাবি করা হচ্ছে, জনসমাবেশটি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনমুখী যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার ‘সারোয়ার হোসেন প্রবাসী’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ লাখ ৪৯ হাজার বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার এবং রিয়েকশন পড়েছে ২৩ হাজারের বেশি।
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, গণভবন অভিমুখী যাত্রার দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘উজালেন্ডো নিউজ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ‘উজালেন্ডো নিউজ’ কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যম। গত ২৫ জুন করা টুইটটি থেকে জানা যায়, ভাইরাল ভিডিওটি কেনিয়ার রাজধানী নাইরোবির আউটার রিং রোড থেকে ধারণ করা। এই টুইটের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভিডিও ধারণের স্থানটি পাওয়া যায়।
আরও খবর পড়ুন: