ফ্যাক্টচেক ডেস্ক
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সদর দপ্তরের বন্দিশালা ‘আয়নাঘরে’ মানুষকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগে সরকার পতনের পর আয়নাঘর থেকে বেশ কয়েকজন বন্দী মুক্তি পেয়েছেন। এমন প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এটি আয়নাঘরের ভেতরের দৃশ্য।
১৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি টানেল সদৃশ জায়গায় অনেক হাড়গোড় পড়ে আছে। ‘মুহাম্মদ মোস্তাকিম’ নামের একটি ফেসবুক পেজ থেকে আজ বুধবার ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, ‘না জানি কত মায়ের সন্তান এখানে শেষ হয়েছে। আয়নাঘরের আন্ডারগ্রাউন্ড।’
আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে দৃশ্যমান স্থানটি ‘আয়নাঘরের’ নয়।
ভিডিওটি থেকে কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে হুবহু ভিডিওটি পাওয়া যায়। চলতি বছরের গত ১৭ জুন ‘অ্যাকিলিস ডট বিসি (Achilles.bc)’ নামের একটি টিকটক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি সম্পর্কে টিকটক পোস্টটিতে বলা হয়, এটি ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি টানেল।
আরও পড়ুন: