অনলাইন ডেস্ক
আগামী ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। নানা জল্পনা কল্পনার পর আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে বিশ্বকাপ স্কোয়াড। সেই স্কোয়াডে তামিম ইকবাল নেই।
যদিও আজ বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম ইকবালের একটি ভিডিও (আর্কাইভ) ব্যাপকভাবে ভাইরাল হতে দেখা যায়, যেখানে দাবি করা হচ্ছে, ‘লাইভে এসে মুখ খুললেন তামিম ইকবাল। তিনি আর সাকিব আল হাসানের সঙ্গে বিশ্বকাপ খেলতে চান না।’
পরবর্তীতে ভিডিওটি সম্পর্কে অধিকতর অনুসন্ধানে কি–ওয়ার্ড সার্চে একই পেজে ২০২১ সালের ১ সেপ্টেম্বর একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।
যেখানে তামিম ইকবাল বলেন, ‘ছোট একটা অ্যানাউন্সমেন্ট ছিল। আমি কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই আর আমাদের টিম সিলেক্টর নান্নু ভাইয়ের সাথে... আমি ওনাদেরকে ফোন করেছিলাম, ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি। যেটা আমি সবার সাথেই শেয়ার করতে চাই... আমি ওনাদের বলেছি, আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। আই অ্যাম ব্যাসিকলি নট অ্যাভাইলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এটার দুই–তিনটি কারণ আছে।’
‘আমার কাছে মনে হয় যে, গেইম টাইম ইজ ওয়ান অব দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েক দিন ধরে খেলছি না এই ফর্মেটটা। সেকেন্ডলি ইনজুরি, বাট ইনজুরি মনে হয় না অত বড় সমস্যা। বিকজ আমি আশা করি যে, ওয়ার্ল্ড কাপের আগেই ঠিক হয়ে যাব। বাট, যে জিনিসটা আমাকে এই ডিসিশন নিতে ট্রিক করেছে... লাস্ট প্রায় ১৫ / ১৬টা টি–টোয়েন্টি খেলি নাই, প্লাস আমার জায়গায় যারা খেলছিল আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে, এটা ফেয়ার হবে তাদের প্রতি, যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই। প্রবাবলি, হয়তো বা আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকতাম... বাট আমার কাছে মনে হয় না যে এটা ফেয়ার হতো। ...’
তামিমের এই বক্তব্য বিশ্লেষণে বোঝা যায়, তাঁর ২০২১ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়া সম্পর্কিত ঘোষণার এই বক্তব্য থেকেই কিছু অংশ বাদ দিয়ে ‘তাঁর সাম্প্রতিক লাইভ’ দাবিতে ভিডিওটি প্রচার করা হচ্ছে।
অর্থাৎ, তামিম ইকবালের ২০২১ সালের একটি ভিডিওকেই সম্প্রতি ‘তিনি আর সাকিবের সঙ্গে বিশ্বকাপ খেলবেন না’ দাবিতে প্রচার করা হচ্ছে। ভিডিওটি সামান্য সম্পাদন করে সাম্প্রতিক লাইভ বলে দাবি করা হচ্ছে।
উল্লেখ্য, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য বিসিবির ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পাননি তামিম ইকবাল।
এ স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান, সহ–অধিনায়ক লিটন দাস। দলের অন্য সদস্যরা হলেন—মুশফিকুর রহিম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, তানজিদ হাসান, তানজিম হাসান ও মাহমুদউল্লাহ।