হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

ঢাকার শাহজালাল এশিয়ার সপ্তম ‘নিকৃষ্টতম’ বিমানবন্দর! তথ্যটি ভিত্তিহীন

ফ্যাক্টচেক ডেস্ক

বাংলাদেশের প্রধান ও বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি বিমানবন্দরটি নিয়ে ফেসবুকে একটি তথ্য ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, ‘বিমানবন্দরটি এশিয়ার নিকৃষ্টতম বিমানবন্দরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে।’ এম রহমান মাসুম (M Rahman Masum) নামের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন তথ্য সম্বলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায়। গত বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টায় পেজটিতে তথ্যটি পোস্ট করা হয়। পোস্টে বিস্তারিত কোনো তথ্য এবং প্রাসঙ্গিক কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। 

প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধানেও দেশীয় কোনো সংবাদমাধ্যমেও হযরত শাহজালাল বিমানবন্দর এশিয়ার নিকৃষ্টতম বিমানবন্দরের তালিকায় সপ্তম স্থানে থাকার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফিলিপাইনের সংবাদমাধ্যম র‍্যাপলারের ওয়েবসাইটে গত ২৪ ফেব্রুয়ারি এশিয়ার সবচেয়ে খারাপ বিমানবন্দরের তালিকা নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। 

এতে ব্যবসায় বিনিয়োগ ও ঋণ পরিস্থিতি নিয়ে তথ্য প্রদানকারী যুক্তরাজ্যের প্রতিষ্ঠান বিজনেস ফাইন্যান্সিংয়ের বরাত দিয়ে বলা হয়, বিজনেস ট্রাভেলার্স বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীদের কাছে এশিয়ার সবচেয়ে খারাপ বিমানবন্দরের তালিকায় চতুর্থ স্থানে ফিলিপাইনের নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, কাজাখাস্তানের আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দর ও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। 

যুক্তরাজ্যভিত্তিক বেসামরিক বিমান চলাচল খাতের পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্সে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারীদের পর্যালোচনা থেকে পাওয়া গড় রেটিংয়ের ভিত্তিতে বিশ্বব্যাপী এবং নির্দিষ্ট অঞ্চলের বিমানবন্দরগুলো নিয়ে তালিকাটি তৈরি করেছে বিজনেস ফ্যাইন্যান্সিং। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট খুঁজে এশিয়ার সবচেয়ে খারাপ ১০ বিমানবন্দরের পূর্ণাঙ্গ তালিকাটি পাওয়া যায়। তাতেও ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের নাম পাওয়া যায়নি। 

পরে স্কাইট্র্যাক্সের ওয়েবসাইটে হযরত শাহজালাল বিমানবন্দর নিয়ে অনুসন্ধানে দেখা যায়, এখানে বিমানবন্দরটিকে ‘দুই তারকা’ রেটিং করা হয়েছে। 

‘দুই তারকা’র ব্যাখ্যায় স্কাইট্র্যাক্স জানিয়েছে, কোনো বিমানবন্দরের সুবিধা, মান যখন খারাপ হয় এবং বিমানবন্দরের সাধারণ যাত্রীদের প্রত্যাশার উপযুক্ত না হয়, তখন এই রেটিং ব্যবহার করা হয়। এই রেটিংয়ের অর্থ, ওই বিমানবন্দরের পরিষেবা দুর্বল, অসঙ্গতিপূর্ণ এবং গ্রাহকবান্ধব নয়। চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের আরেক বিমানবন্দর হযরত শাহ আমানতকেও ‘দুই তারকা’ রেটিং করা হয়েছে। 

এর বাইরে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর সাম্প্রতিক সময়ে এশিয়ার ‘নিকৃষ্টতম’ বিমানবন্দরের তালিকায় সপ্তম অবস্থানে থাকার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি। 

অর্থাৎ কোনো নির্ভরযোগ্য সূত্র এবং তালিকা উল্লেখ ছাড়াই হযরত শাহজালাল বিমানবন্দর এশিয়ার ‘নিকৃষ্টতম’ বিমানবন্দরের তালিকায় সপ্তম অবস্থানে থাকার দাবিটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পরীক্ষার আগে ডিম খাওয়া মানা- চিকিৎসা বিজ্ঞান কী বলে

শিক্ষার্থীদের ভিডিওতে আ.লীগের ড. ইউনূস–বিরোধী স্লোগান জুড়ে দিয়ে প্রচার

সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে ভিডিও প্রচার— জানুন আসল ঘটনা

পাইলস রোগের চিকিৎসার জন্য ড. ইউনূসের বিদেশ গমন—ভাইরাল ফটোকার্ড দুটি ভুয়া

ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন শেখ হাসিনা, ভাইরাল ভিডিওর সত্যতা কতটুকু

ড. ইউনূসের লোক মানুষকে নির্যাতন করছে দাবিতে ভিডিও প্রচার—প্রকৃত ঘটনা জানুন

মিজানুর রহমান আজহারীর নাচের ভিডিও ভাইরাল— জানুন আসল ঘটনা

নিক্সন চৌধুরী গ্রেপ্তার হওয়ার দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

জাস্টিন ট্রুডোর পদত্যাগে কানাডাবাসীর উল্লাস—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা জানুন

হলিউড সাইন কি আগুনে পুড়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবির সত্যতা কী

সেকশন