Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

সাকিবের অবসরের দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণার পরিকল্পনা বিসিবির?

ফ্যাক্টচেক ডেস্ক

সাকিবের অবসরের দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণার পরিকল্পনা বিসিবির?

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা মুখ সাকিব আল হাসান। কেবল বাংলাদেশেই নয়, বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের তালিকায় দীর্ঘ ক্যারিয়ারে নিজের জাত চিনিয়েছেন। ক্রিকেট থেকে তাঁর অবসর নিয়ে বিভিন্ন সময়ে ছড়িয়েছে নানা গুঞ্জন। সাকিবও সে গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে ফিরেছেন মাঠে। সম্প্রতি তাঁকে নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই মন্তব্যে দাবি করা হচ্ছে পাপন বলেছেন, ‘সাকিব আল হাসানের অবসর নিয়ে বিসিবির বিশেষ কিছু পরিকল্পনা আছে। এ নিয়ে নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন। সাকিব যেদিন ক্রিকেট থেকে অবসর নেবেন, সেদিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হবে। এ ছাড়া বিসিবি একটি বিশেষ মুকুট সাকিবকে পরিয়ে দেবে, যা একটা ঐতিহ্য বহন করবে। অদূর ভবিষ্যতে যদি এমন কাউকে পাই, তখন তাকে সেই মুকুটটি উপহার দেওয়া হবে।’ 

সাকিব আল হাসানের অবসরে বিসিবির পরিকল্পনার দাবিতে ভাইরাল পোস্ট। ছবি: ফেসবুক

সাকিবের অবসর নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাইরাল এ মন্তব্যের সত্যতা যাচাই করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। 

ফেসবুকে কি-ওয়ার্ড অনুসন্ধানে দেখা যায়, সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে বিসিবি সভাপতি পাপনের মন্তব্যটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ‘Team Bangladesh’ নামের একটি ফেসবুক পেজ থেকে। পেজটিতে গত রোববার (২১ এপ্রিল) রাত ৯টায় সাকিবের অবসর প্রসঙ্গে পাপনের মন্তব্যটি পোস্ট করা হয়।

পেজটির পরিচয় সম্পর্কে অনুসন্ধানে দেখা যায়, পেজটি ২০২৩ সালের ৩ ডিসেম্বর খোলা হয়েছে। ওই সময় এটির নাম ছিল ‘Shakib Al Hasan MP।’ পরে গত ফেব্রুয়ারিতে নাম পরিবর্তন করে ‘Team Bangladesh’ করা হয়। পেজটির অ্যাবাউট সেকশনে বলা হয়, ‘সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের মানচিত্র।’ 

‘Team Bangladesh’-এর পোস্টটিতে আজ বুধবার (২৪ এপ্রিল) বেলা আড়াইটা পর্যন্ত ১৮ হাজার রিঅ্যাকশন পড়েছে, মন্তব্য পড়েছে নয় শতাধিক এবং শেয়ার হয়েছে আড়াই শর বেশি। তবে পোস্টটিতে পাপনের মন্তব্যটির কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। পেজটি ঘুরে পাপন ছাড়াও ক্রিকেট সংশ্লিষ্ট আরও বেশ কয়েক ব্যক্তির এমন মন্তব্য নিয়ে একাধিক পোস্ট পাওয়া যায়। ওই সব পোস্টেও কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

একই মন্তব্য ফেসবুকের আরও একাধিক পেজ থেকেও ভাইরাল হতে দেখা গেছে। ওই সব পেজেও সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে পাপনের মন্তব্যটির কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি।

স্বাভাবিকভাবেই সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে বিসিবি এমন কোনো পরিকল্পনা করে থাকলে এবং এই বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কোনো মন্তব্য করে থাকলে তা নিয়ে মূলধারার সংবাদমাধ্যমে সংবাদ প্রচার হতো। কিন্তু প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড অনুসন্ধানে মূলধারার কোনো সংবাদমাধ্যমে সাকিব আল হাসানের অবসর প্রসঙ্গে বিসিবির এমন কোনো পরিকল্পনার বিষয়ে সাম্প্রতিক সময়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সঙ্গে নাজমুল হাসান পাপন দেখা করেছেন এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।

বরং সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে পাপন ২০২৩ সালের ২৯ ডিসেম্বর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ওর সঙ্গে আমার যে কথা হয়েছে, ও খেলবে। ২০২৫ সাল পর্যন্ত খেলার কথা, সেটাই জানি।’

অপর দিকে নিজের অবসর প্রসঙ্গে বিপিএল চলাকালে গত ৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, ‘এখনই অবসরের কোনো ভাবনাই নেই। সবাই চেষ্টা করছে সাহায্য করার। যাতে করে আমি যে সমস্যা ফেস করছি, উতরে যেতে পারি। আমার এখন পর্যন্ত কোনো ভাবনা নেই। চেষ্টা করছি, আগে চেষ্টা শেষ করতে দেন। পরেরটা পরে ভাবব।’

সাকিব আল হাসানের অবসর নিয়ে বিসিবির পরিকল্পনার ভাইরাল দাবিটির কোনো নির্ভরযোগ্য সূত্র না থাকাই প্রমাণ করে, এটি বানোয়াট। তাই দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

ময়মনসিংহে ধর্ষণের পর হত্যার দাবিতে ভারতে তরুণীর লাশ উদ্ধারের ভিডিও প্রচার