ফ্যাক্টচেক ডেস্ক
শরতের শুরু থেকেই সারা দেশে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে আজ দেশের ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তাসহ সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরের সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে ফেসবুকে দুটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, ‘স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে নোয়াখালী। বৃহত্তর নোয়াখালীতে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে...।’
তবে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে জানিয়েছেন, ‘নোয়াখালী জেলা শহরের বর্তমান পরিস্থিতি বন্যা নয়, এটি জলাবদ্ধতা। কারণ হচ্ছে, বিগত এক মাসে প্রায় ১ হাজার ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে নোয়াখালী জেলায়। গত ২ আগস্ট রেকর্ড ২৭১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নোয়াখালীতে। এই বিপুল পরিমাণ বৃষ্টিপাতের ফলে শহরে জলাবদ্ধতা তৈরি হয়ে প্লাবিত হয়েছে। অস্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে এই পরিস্থিতির উন্নতি হবে আশা করা যায়।’
এদিকে ভাইরাল ছবি দুটি যাচাই করে দেখা যায়, ছবি দুটি নোয়াখালীর নয়।
ছবি যাচাই ১: ভারতের আসামের বন্যার পুরোনো ছবিকে নোয়াখালীর দাবিতে প্রচার
ছবি যাচাই ২: সিলেটের কোম্পানিগঞ্জের বন্যার পুরোনো ছবিকে নোয়াখালীর দাবিতে প্রচার