ফ্যাক্টচেক ডেস্ক
চলছে টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪–এর আসর। গতকাল শনিবার (৮ জুন) গ্রুপ পর্বের প্রথম খেলায় বাংলাদেশ মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কার। প্রথমে ব্যাট করে জয়ের জন্য বাংলাদেশকে ১২৫ রানের লক্ষ্য দেয় দলটি। অল্প পুঁজির এই লক্ষ্য ছুঁতেই হাঁসফাঁস উঠে যায় বাংলাদেশের। যদিও শেষ হাসিটা হেসেছেন লিটন–রিয়াদরাই। এমন হাঁসফাঁস পরিস্থিতি থেকে বহুবার ম্যাচ বের করে এনেছে বাংলাদেশ, যা ভুগিয়েছে দর্শক–সমর্থকদেরও। তাই দুর্বল হার্টের কোনো সমর্থক যেন বাংলাদেশের খেলা না দেখে— এমন সতর্ক বার্তা মজাচ্ছলে প্রচলিত আছে।
এবার বাংলাদেশের খেলা দেখে নোয়াখালীতে দুই সমর্থক হার্ট অ্যাটাক করেছেন দাবিতে এক তরুণের ছবিসহ একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়েছে। ‘আফসার টিকটক’ নামের একটি অ্যাকাউন্ট থেকে গতকাল শনিবার ম্যাচ শেষে এমন দাবিতে ১০ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটি আজ রোববার (৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ লাখ ১৫ হাজার বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে প্রায় ১১ হাজার। কমেন্ট পড়েছে সাড়ে ৫০০–এর বেশি। এসব মন্তব্যে টিকটক ব্যবহারকারীরা নিজেদের আবেগ–অনুভূতি ব্যক্ত করেছেন। আবার কেউ দাবি করেছেন, এই তরুণ খেলা দেখে নয়, বরং খেলায় বাজি ধরার কারণে হার্ট অ্যাটাক করেছেন!
টিকটক পোস্টের দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
প্রাসঙ্গিক কি–ওয়ার্ড অনুসন্ধানে নোয়াখালীতে বাংলাদেশের খেলা দেখে দুজন হার্ট অ্যাটাক করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ভিডিওটিতেও কোনো তথ্যসূত্রও নেই।
পরে ভাইরাল ভিডিওটি থেকে কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে ভারতের ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম কেট্টো–এর ওয়েবসাইটে ভিডিওতে থাকা তরুণের ছবিটি পাওয়া যায়।
ওয়েবসাইটটি থেকে আরও জানা যায়, শচীনের চিকিৎসার জন্য ৬০ লাখ রুপির প্রয়োজন ছিল। তবে বর্তমানে আর অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না।
অর্থাৎ, বাংলাদেশ–শ্রীলঙ্কা ম্যাচ দেখার সময় নোয়াখালীতে দুই সমর্থক হার্ট অ্যাটাক করেছেন দাবিতে ভাইরাল ভিডিওটিতে থাকা তরুণটি বাংলাদেশের নাগরিক নন। তিনি খেলা দেখে হার্ট অ্যাটাকও করেননি। বরং দুর্ঘটনায় আহত এক তরুণের জন্য সহায়তা চেয়ে ভারতীয় একটি ক্রাউড ফান্ডিং ওয়েবসাইটে দেওয়া ছবি সংগ্রহ করে উল্লেখিত দাবিতে প্রচার করা হচ্ছে।