Ajker Patrika
হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

নির্বাচনে দাঁড়িয়েছেন মিশা সওদাগর! ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ফ্যাক্টচেক ডেস্ক

নির্বাচনে দাঁড়িয়েছেন মিশা সওদাগর! ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ফেসবুকে অভিনেতা মিশা সওদাগরকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দাবি করা হচ্ছে, মিশা সওদাগর প্রথমবারের মতো নির্বাচনে নেমেছেন। টিকটকে ভাইরাল একটি ভিডিও আজ রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ লাখ বার দেখা হয়েছে। এটি শেয়ার হয়েছে ২ হাজারের বেশি। এতে রিঅ্যাকশন পড়েছে প্রায় ২ লাখ ৮২ হাজার। 

ভিডিওটিতে কমেন্ট পড়েছে ১ হাজার ৮ শতাধিক। এসব কমেন্টে ব্যবহারকারীদের—নাটক সিনেমাতে আর ভাত নাই, সবাই এবার নির্বাচনে আসতে চায়, এরা সবাই কি অভিনয় ছেড়ে রাজনীতিতে এসেছে, তাহলে অভিনয় করবে কারা, রাজনীতিতে এখন সিনেমা, আচ্ছা সবাই যদি নির্বাচন করে, তাহলে সিনেমা কে করবে?— এমন মন্তব্যসহ নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে। 

ভিডিওটিসহ টিকটকে প্রচারিত আরও কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এখানে। 

ফেসবুকে প্রচারিত এমন একটি ভিডিও দেখুন এখানে। 

অনুসন্ধানে দেখা যায়, মিশা সওদাগরের প্রথমবারের মতো নির্বাচনে নামার দাবিতে প্রচারিত ভিডিওটি একটি নাটকের শুটিংয়ের দৃশ্য। 

ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, মিশা সওদাগরের পেছনেই একটি মঞ্চ। মঞ্চে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনৈক শরীফ খানকে আপেল মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে একটি পোস্টার ঝুলতে দেখা যায়। 

পোস্টারটির লেখার সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে ফেসবুকে অভিনেতা মাসুম মাহমুদ সেন্টুর ফেসবুক পেজে গত ২৫ নভেম্বর প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটিতে অনুরূপ পোস্টার খুঁজে পাওয়া যায়। এ ছাড়া মিশা সওদাগর, নিলয় আলমগীরসহ বেশ কয়েকজন অভিনেতার কিছু ছবিও খুঁজে পাওয়া যায়। পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘Coming soon cinematic drama by hridoy vai!’

অভিনেতা মাসুম মাহমুদ সেন্টুর ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক তাজুল ভ্লগ নামের একটি ফেসবুকে ২১ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিওতেও মিশা সওদাগর, নিলয় আলমগীরের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে বিপুল লোকসমাগমের মধ্যে তাঁদের একজনের কাছ থেকে অভিনয় বুঝে নিতে দেখা যাচ্ছে। দৃশ্যত এটিকে শুটিংয়ের প্রস্তুতি বলেই মনে হচ্ছে। তবে ভিডিও এটিকে নির্বাচনী প্রচার বলে দাবি করা হয়েছে।

ইউটিউবে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধানে ‘নিলয় হিমি নাটক’ নামের ইউটিউব চ্যানেলে ১২ ডিসেম্বর পোস্ট করা ‘মিশা সওদাগরের নতুন ধামাক, নতুন চমক | Niloy Alamgir | Misha Sawdagor | Heme #shooting #shorts’ শিরোনামে একটি শর্টস ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওতেও টিকটকে প্রচারিত ভিডিওটির অনুরূপ পোস্টার খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে মিশা সওদাগর, নিলয় আলমগীরসহ বেশ কয়েকজন অভিনেতাকে শুটিংয়ে অংশ নিতে দেখা যায়। এ ছাড়া চ্যানেলটিতে একই নাটকের আরও শুটিংয়ের দৃশ্য খুঁজে পাওয়া যায়। 

এসব তথ্যপ্রমাণ যাচাইয়ের ভিত্তিতে বলা যায়, মিশা সওদাগরের নির্বাচনে প্রার্থী হওয়ার দাবিতে প্রচারিত ভিডিওটি একটি নাটকের অংশ। তবে নাটকটির নাম, কবে মুক্তি পাবে বা পেয়েছে কি না—এসব সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

নাটকটি সম্পর্কে জানতে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ থেকে নিলয় আলমগীরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও রাত ১০টা পর্যন্ত তিনি সাড়া দেননি।

 এ ছাড়া মিশা সওদাগর নির্বাচনে প্রার্থীও হননি। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিনোদন জগৎ থেকে অনেক তারকাই আলোচনায় ছিলেন। তবে শেষ পর্যন্ত ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস আহমেদ। দ্বিতীয়বারের মতো মনোনয়ন চেয়েও পাননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

জলমহাল নিয়ে পুলিশ-জনতা পাল্টাপাল্টি ধাওয়ার দৃশ্যকে ‘আ.লীগের সংগঠিত প্রতিরোধ’ বলে প্রচার

‘দেশ লুটেরা-মাফিয়াদের কবলে’—অন্তর্বর্তী সরকার নয়, আ.লীগের উদ্দেশে বলেছিলেন মির্জা ফখরুল

ভোক্তা অধিকারের অভিযানকে রেস্তোরাঁয় সমন্বয়কদের চাঁদাবাজি বলে প্রচার

ছদ্মবেশে বাসায় ঢুকে শিশু চুরির ভিডিওটি সাজানো

দুই নারীর ব্যাগ থেকে লাশ উদ্ধারের দাবিতে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

ঢাকায় আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভকে আ.লীগের প্রকাশ্য মিছিল বলে প্রচার

দেশে ডাকাতির ভিডিওর দাবিতে ছড়াল ইন্দোনেশিয়ার ভিডিও

ঢাকার রাস্তায় ধর্ষণের দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ভারতের

ট্রাম্পের গাড়িবহরকে আইসিসির শুনানিতে শেখ হাসিনার লবিস্টদের বহর দাবিতে প্রচার

ভারতীয় অভিনেত্রীর উন্মুক্ত বক্ষের দৃশ্যকে বাংলাদেশি তরুণীর ধর্ষণবিরোধী প্রতিবাদ বলে প্রচার