Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

মালিতে শান্তিরক্ষী বাহিনীর চারজন নিহত

অনলাইন ডেস্ক

মালিতে শান্তিরক্ষী বাহিনীর চারজন নিহত

আফ্রিকার দেশ মালিতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর চার সহদস্য নিহত হয়েছেন। এই হামলার ঘটনা ঘটেছে দেশটির আগুয়েলহোক শহরের উত্তরাঞ্চলীয় একটি ঘাঁটিতে। বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ।

এ হামলায় ১৯ জন আহত হয়েছেন বলেও জানা গেছে।

তে শান্তিরক্ষী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, সেনারা সশস্ত্র  হামলাকারীদের বীরত্বের সঙ্গে প্রতিহত করেছে। আক্রমণকারীদেরও অনেকে  নিহত হয়েছে। তারা সেই মৃতদেহগুলো রেখেই পালিয়ে গেছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে এই সাহসিকতার জন্য শান্তিরক্ষী বাহিনীর প্রশংসা করেছেন। সন্ত্রাসীবাহিনীর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

শান্তিরক্ষী বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই হামলাটি আলজেরিয়া সীমান্ত থেকে দুশ কিলোমিটার দূরে ঘটেছে। সীমান্তবর্তী চাদ থেকে এসে তার শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

জাতিসংঘ জানিয়েছে, এই হামলাটি ছিল মারাত্মক। টানা তিন ঘণ্টা উভয়পক্ষে গোলাগুলি হয়। মর্টারশেল, গুলি বিনিময়, আত্মঘাতী গাড়ি বোমা হামলারও চেষ্টা করা হয়েছিল। এই হামলায় ২০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে যোগ করেছে জাতিসংঘের একটি সূত্র।

চাদের সামরিক বাহিনী জানিয়েছে, আমাদের ‘দুটি বাহিনীর’ অবস্থানের ওপর এই হামলা চালালো হয়েছে। আমরা আমাদের বাহিনীর ডিটাচমেন্ট কমান্ডারসহ চারজনকে হারিয়েছি। আহত হয়েছে আরও ১৬ জন।

সুদান থেকে যেভাবে পাচার হচ্ছে কোকাকোলা ও দামি চকলেটের মূল উপাদান

সুদানে এক বছর বয়সী শিশুদেরকেও ধর্ষণ করছে সশস্ত্র সেনারা: ইউনিসেফ

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মালিতে সোনার খনি ধসে নিহত ৪০

টেকনোক্র্যাট সরকার গঠনের পথে সুদান

লিবিয়ায় দুটি গণকবরে মিলল ৫০ অভিবাসীর মরদেহ

৯৫ বছর বয়সে প্রয়াত হলেন নামিবিয়ার ‘জাতির পিতা’ নুজোমা

আফ্রিকান বিলিয়নিয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ক্রিপটো স্ক্যামে কোটি টাকা লোপাট