Ajker Patrika
হোম > বিশ্ব > আফ্রিকা

আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা বাউডেন

অনলাইন ডেস্ক

আরব বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নাজলা বাউডেন

আরব বিশ্ব এবং তিউনিসিয়ার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন রাজনৈতিক অঙ্গনে স্বল্প পরিচিত একজন ভূতত্ত্ব প্রকৌশলী নাজলা বাউডেন রমধান। দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ তাঁকে দ্রুত সময়ের মধ্যে সরকার গঠনের জন্য নির্দেশ দিয়েছেন।

গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট দপ্তরের ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ প্রধানমন্ত্রী হিসেবে নাজলা বাউডেনের নাম ঘোষণা করেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে।

ওই ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট কায়েস বাউডেনকে দ্রুত সময়ের মধ্যে একটি সরকার গঠনের নির্দেশ দিচ্ছেন। কারণ এরই মধ্যে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। এ ছাড়া তিনি বলছেন, এটা নারীদের জন্য সম্মানের যে আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন।

এর আগে গত জুলাইয়ে দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ তাঁর আগের প্রধানমন্ত্রী হিসেম মিসিসিকে বরখাস্ত করে সমস্ত ক্ষমতা নিজের কাছে নেন এবং সংসদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।

উল্লেখ্য, নাজলা বাউডেন এর আগে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্বব্যাংকের একটি প্রকল্পে কাজ করেছিলেন। কিন্তু রাজনৈতিক অঙ্গনে তিনি তেমন পরিচিত নন। তিনি ভূ–পদার্থবিদ্যা বিভাগের একজন অধ্যাপক।

সুদান থেকে যেভাবে পাচার হচ্ছে কোকাকোলা ও দামি চকলেটের মূল উপাদান

সুদানে এক বছর বয়সী শিশুদেরকেও ধর্ষণ করছে সশস্ত্র সেনারা: ইউনিসেফ

সুদানে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

বিশ্বের প্রথম সমকামী ইমাম মুহসিন হেনড্রিকসকে গুলি করে হত্যা

মালিতে সোনার খনি ধসে নিহত ৪০

টেকনোক্র্যাট সরকার গঠনের পথে সুদান

লিবিয়ায় দুটি গণকবরে মিলল ৫০ অভিবাসীর মরদেহ

৯৫ বছর বয়সে প্রয়াত হলেন নামিবিয়ার ‘জাতির পিতা’ নুজোমা

আফ্রিকান বিলিয়নিয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ক্রিপটো স্ক্যামে কোটি টাকা লোপাট