ঢাকা: আফ্রিকার দেশ মালির একজন নারী একসঙ্গে নয় সন্তাদের জন্ম দিয়েছেন। গতকাল মঙ্গলবার মরক্কোতে অস্ত্রোপচারের মাধ্যমে হালিমা সিসি নামের ওই নারী পাঁচ কন্যা ও চার ছেলে শিশুর জন্ম দেন। মালির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ২৫ বছর বয়সী হালিমা গর্ভাবস্থাতেই জানতে পেরেছিলেন যে তাঁর গর্ভে সাতটি সন্তান। তখনই তিনি আলোচনায় আসেন।
এ নিয়ে মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্তা সিবাই বলেন, মা ও নবজাতকরা সুস্থ আছেন। চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রশিদ কৌধারি বলেন, একসঙ্গে এতো শিশুর জন্ম দেওয়ার আমাদের ধারণাতেই ছিল না। এটা খুবই আশ্চর্যজনক ঘটনা।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, একসঙ্গে নয় শিশুর জন্মদানকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ননুপ্লেটস। এটি খুবই বিরল ঘটনা। চিকিৎসকরা হালিমা ও তাঁর নয় শিশুর স্বাস্থ্যের বিষয়ে বেশ উদ্বিগ্ন। একসঙ্গে এত শিশুর জন্মের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই এমন ঘটনায় কয়েক দিনের মধ্যে একাধিক শিশুর মৃত্যু হয়।