Ajker Patrika
হোম > বিশ্ব

রোলেক্স ঘড়ি দুর্নীতি: অভিশংসন এড়ালেন পেরুর প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

রোলেক্স ঘড়ি দুর্নীতি: অভিশংসন এড়ালেন পেরুর প্রেসিডেন্ট

বিলাসবহুল রোলেক্স ঘড়ি এবং গয়না সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে। এ প্রেক্ষিতে পেরুর পার্লামেন্টে তাকে অভিশংসনের প্রচেষ্টা নেওয়া হয়েছিল। তবে এই অভিশংসন প্রচেষ্টা এড়াতে পেরেছেন দিনা বোলুয়ার্তে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে অভিশংসন বিতর্কের প্রস্তাব তোলা হয়েছিল দুইবার। পেরুর আইনপ্রণেতারা দুইবারই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। প্রথমবার ৪৯-৩৩ ভোটে এবং দ্বিতীয়বার ৫৯-৩২ ভোটে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়। প্রথম ভোটে ১২ এবং দ্বিতীয়বার ১১ জন ভোট দেননি।

লাতিন আমেরিকার দেশটিতে নেতাদের বিরুদ্ধে অভিশংসনের প্রচেষ্টা ক্রমবর্ধমানভাবে বাড়ছে। দেশটিতে ২০১৮ সাল থেকে এ পর্যন্ত প্রেসিডেন্ট হয়েছেন ছয়জন। পেরুর সংবিধানে নৈতিক অক্ষমতা নামক এক অস্পষ্ট বিধানের ভিত্তিতে অভিশংসনের প্রক্রিয়া চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এর জন্য আইনিভাবে অন্যায় প্রমাণিত হওয়ার প্রয়োজন হয় না। অভিশংসনের জন্য পার্লামেন্টের ১৩০ সদস্যের চেম্বার থেকে মাত্র ৮৭টি ইতিবাচক ভোটের প্রয়োজন।

বিভিন্ন অনুষ্ঠানে পেরুর প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের হাতে যেসব ঘড়ি দেখা যায় সেগুলো এতটাই দামি যে তাঁর বেতন–ভাতা বা আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই এই অপ্রকাশিত সম্পদ বা বিলাসবহুল ঘড়ির পেছনে সম্ভাব্য দুর্নীতি তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্টের বাসভবনে গত শনিবার অভিযান চালিয়েছিল প্রায় ৪০ জন পুলিশ কর্মকর্তা।

পেরুর স্থানীয় নিউজ আউটলেট লা এনসাররোনাতে প্রতিবেদন প্রকাশের পর কর্তৃপক্ষ গত মাসে প্রেসিডেন্ট বোলুয়ার্তের সম্পদের বিষয়ে তদন্ত শুরু করে। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্টকে রোলেক্স ঘড়ি পরতে দেখা গেছে।

সরকারি বেতনে কীভাবে এত ব্যয়বহুল ঘড়ি পরতে পারেন সে প্রশ্নের জবাবে, প্রেসিডেন্ট সংবাদমাধ্যমটিকে বলেছিলেন, ১৮ বছর বয়স থেকে কঠোর পরিশ্রমের ফল এটি। শোনা যায়, ব্যক্তিগত বিষয়গুলো ঘাঁটাঘাঁটি না করার জন্য অনুরোধ করেছিলেন প্রেসিডেন্ট।

আল জাজিরার সাংবাদিক মারিয়ানা সানচেজ লিমা থেকে জানান, বিশেষজ্ঞরা অনুমান করছেন, প্রেসিডেন্টের ওই ঘড়ির দাম প্রায় ৫ লাখ মার্কিন ডলার।

মারিয়ানা সানচেজ বলেন, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে বোলুয়ার্তে একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান ছিলেন। সেখানে তাঁর মাসিক বেতন ছিল ১ হাজার ডলার। আর এখন প্রেসিডেন্ট হিসেবে প্রতি মাসে প্রায় ৪ হাজার ৩০০ ডলার ভাতা পান। ফলে অনেকে বলছেন, প্রেসিডেন্ট এই ঘড়ি কেনার সামর্থ্য রাখেন না।

ইউক্রেন যুদ্ধ শেষ হতে পারে কয়েক সপ্তাহের মধ্যে, ট্রাম্প ও মাখোঁর এক সুর

কঙ্গোর পূর্বাঞ্চলে সংঘর্ষে দুই মাসে নিহত ৭ হাজারে বেশি: প্রধানমন্ত্রী

মিয়ানমারে বন্দর-শোধনাগার নির্মাণ করবে রাশিয়া, বিনিয়োগ করবে বিদ্যুৎ-জ্বালানি খাতেও

ট্রাম্পের সহায়তায় গাজা দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল: অর্থমন্ত্রী

হোয়াইট হাউসে বসে ট্রাম্পের ‘ভুল’ ধরিয়ে দিলেন মাখোঁ

বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে ইসকন নেতার আবেদন ভারতের সুপ্রিম কোর্টে খারিজ

জাতিসংঘে রাশিয়ার পক্ষে যুক্তরাষ্ট্রের বিরল ভোট

শান্তিচুক্তির নামে ইউক্রেনের আত্মসমর্পণ কাম্য নয়: মাখোঁ

যুক্তরাষ্ট্র থেকে ‘স্বাধীনতা’ চান জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর

সেকেন্ড হোম হিসেবে মালয়েশিয়ায় চীনাদের ভিড় বাড়ছে