অনলাইন ডেস্ক
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহকে ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। শহরটিকে গাজা উপত্যকা থেকে বিচ্ছিন্নকারী মোরাগ করিডরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আইডিএফ। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা জানিয়েছে এ তথ্য।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, গতকাল শনিবার খান ইউনিসসহ আরও বেশ কয়েকটি জনবসতি খালি করতে নতুন করে নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। গতকাল খান ইউনিস ও এর আশপাশের এলাকাগুলো থেকেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে অঞ্চলগুলোতে আরও জোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। আর এ কারণেই এলাকাগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, খান ইউনিস ছাড়াও কিজাম আন নাজার, কিজাম আবু রাশওয়ান, আল সালাম, আল মানারা, আল কুরাইন, আল বাতন আল সামিন, জুর্ত আল লত, আল ফাখারি এবং বানি সুহাইলার বাসিন্দাদের আল মাওয়াসিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর এরই মধ্যে গাজায় কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মোরাগ করিডরকে ইসরায়েলি সেনাদের জন্য নিরাপত্তা অঞ্চল বলে অভিহিত করছেন ইসরায়েলি কর্মকর্তারা। এ নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘মোরাগ করিডর একটি ইসরায়েলি নিরাপত্তা করিডরে পরিণত হয়েছে। এর পাশাপাশি গাজাকে দুই ভাগে বিভক্ত করা নেতসারিম করিডর আরও প্রশস্ত করা হবে।’
এ সময় অঞ্চলটির বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা স্বেচ্ছায় এই অঞ্চল ছাড়তে চান, তাঁদের সেখান থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হবে।’
এটিকে গাজাবাসীর জন্য শেষ আলটিমেটাম বলেও অভিহিত করেন কাৎজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হামাসকে সরাও। নয়তো খুব শিগগিরই গাজার বেশির ভাগ এলাকায় অভিযান বাড়ানো হবে। হামাসকে গদি থেকে নামানো আর বন্দীদের ফিরিয়ে দেওয়াই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।’
মোরাগ করিডর নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের প্রভাষক রবার্ট গেইস্ট পিনফোল্ড আলজাজিরাকে বলেন, ইসরায়েল বলছে যে, মোরাগ করিডর কেবল সামরিক প্রয়োজনে তৈরি, কিন্তু প্রকৃতপক্ষে এটি গাজা নিয়ন্ত্রণে রাখার দীর্ঘমেয়াদি কৌশলের একটি অংশ। তিনি বলেন, ‘ইসরায়েল সব সময় গাজাকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে—বিশেষ করে সেখানে কী প্রবেশ করছে এবং কী বের হচ্ছে তা নজরে রাখতে চেয়েছে। নিরাপত্তার নামে তারা এই নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়।’
তিনি আরও বলেন, ‘মোরাগ, নেতসারিম ও ফিলাডেলফি করিডরগুলোর নাম যেসব বসতির নামে রাখা হয়েছে, সেগুলো এলোমেলোভাবে বসানো হয়নি। গাজার শহরাঞ্চলগুলো বিচ্ছিন্ন করতে এবং ইসরায়েল যেন যখন খুশি গাজার ওপর চেপে বসতে পারে, সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এগুলো বসানো হয়েছে।’
গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহকে ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। শহরটিকে গাজা উপত্যকা থেকে বিচ্ছিন্নকারী মোরাগ করিডরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আইডিএফ। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা জানিয়েছে এ তথ্য।
সংবাদমাধ্যমটির তথ্যমতে, গতকাল শনিবার খান ইউনিসসহ আরও বেশ কয়েকটি জনবসতি খালি করতে নতুন করে নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। গতকাল খান ইউনিস ও এর আশপাশের এলাকাগুলো থেকেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। জবাবে অঞ্চলগুলোতে আরও জোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে আইডিএফ। আর এ কারণেই এলাকাগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, খান ইউনিস ছাড়াও কিজাম আন নাজার, কিজাম আবু রাশওয়ান, আল সালাম, আল মানারা, আল কুরাইন, আল বাতন আল সামিন, জুর্ত আল লত, আল ফাখারি এবং বানি সুহাইলার বাসিন্দাদের আল মাওয়াসিতে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শনিবার দক্ষিণ গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর এরই মধ্যে গাজায় কয়েক দফা ড্রোন হামলা চালিয়েছে নেতানিয়াহুর বাহিনী। এতে দুই ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মোরাগ করিডরকে ইসরায়েলি সেনাদের জন্য নিরাপত্তা অঞ্চল বলে অভিহিত করছেন ইসরায়েলি কর্মকর্তারা। এ নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘মোরাগ করিডর একটি ইসরায়েলি নিরাপত্তা করিডরে পরিণত হয়েছে। এর পাশাপাশি গাজাকে দুই ভাগে বিভক্ত করা নেতসারিম করিডর আরও প্রশস্ত করা হবে।’
এ সময় অঞ্চলটির বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা স্বেচ্ছায় এই অঞ্চল ছাড়তে চান, তাঁদের সেখান থেকে বের হওয়ার সুযোগ দেওয়া হবে।’
এটিকে গাজাবাসীর জন্য শেষ আলটিমেটাম বলেও অভিহিত করেন কাৎজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘হামাসকে সরাও। নয়তো খুব শিগগিরই গাজার বেশির ভাগ এলাকায় অভিযান বাড়ানো হবে। হামাসকে গদি থেকে নামানো আর বন্দীদের ফিরিয়ে দেওয়াই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।’
মোরাগ করিডর নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ের প্রভাষক রবার্ট গেইস্ট পিনফোল্ড আলজাজিরাকে বলেন, ইসরায়েল বলছে যে, মোরাগ করিডর কেবল সামরিক প্রয়োজনে তৈরি, কিন্তু প্রকৃতপক্ষে এটি গাজা নিয়ন্ত্রণে রাখার দীর্ঘমেয়াদি কৌশলের একটি অংশ। তিনি বলেন, ‘ইসরায়েল সব সময় গাজাকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে—বিশেষ করে সেখানে কী প্রবেশ করছে এবং কী বের হচ্ছে তা নজরে রাখতে চেয়েছে। নিরাপত্তার নামে তারা এই নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়।’
তিনি আরও বলেন, ‘মোরাগ, নেতসারিম ও ফিলাডেলফি করিডরগুলোর নাম যেসব বসতির নামে রাখা হয়েছে, সেগুলো এলোমেলোভাবে বসানো হয়নি। গাজার শহরাঞ্চলগুলো বিচ্ছিন্ন করতে এবং ইসরায়েল যেন যখন খুশি গাজার ওপর চেপে বসতে পারে, সেই উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এগুলো বসানো হয়েছে।’
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৮ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৯ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
১০ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
১০ ঘণ্টা আগে