হোম > বিশ্ব

মাস্ককে টপকে ৩ বছর পর শীর্ষ ধনীর মুকুট বেজোসের

বিশ্বের শীর্ষ ধনী কে—এমন প্রশ্ন করা হলে আমরা অনেকেই প্রথমেই ইলন মাস্কের কথা মনে করি। কারণ, বিগত দুই বছরে মাস্কই বেশির ভাগ সময় এই তকমা ধরে রেখেছিলেন। তবে এবার তাঁর কাছ থেকে শীর্ষ ধনীর মুকুট ছিনিয়ে নিয়েছেন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আমাজন ও মহাকাশ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।

গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ বিলিয়নের ইনডেক্সে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করে। সেই ইনডেক্সের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বেজোসের মোট সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন মার্কিন ডলার।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার। ২০২৩ সালে তাঁর সম্পদের পরিমাণ ছিল ২২৯ বিলিয়ন ডলার। ২০২৩ সালে মাস্ক ৩১ বিলিয়ন ডলার টপকেছেন। একই সময়ে বেজোস ২৩ বিলিয়ন ডলার উপার্জনে সক্ষম হয়েছেন। তালিকার তৃতীয় স্থানে থাকা ফরাসি বিলাসদ্রব্য নির্মাতা প্রতিষ্ঠান লুই ভিতোঁর প্রতিষ্ঠাতা বার্নার্ড আর্নল্ট। তাঁর মোট সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার।

কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার বৃদ্ধির কারণে বেজোসের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বেড়েছে। চলতি বছর অ্যামাজনের শেয়ারমূল্য এখন পর্যন্ত ১৭ শতাংশ বেড়েছে, যা গত বছরের থেকে প্রায় ৯০ শতাংশ বেশি। উল্লেখ্য, অ্যামাজনের ৯ শতাংশ শেয়ারের মালিক জেফ বেজোস।

এর আগে, জেফ বেজোস সর্বপ্রথম ২০১৭ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ ধনী হন। পরে ২০২১ সালে ইলন মাস্ক প্রথম হওয়ার আগ পর্যন্ত তিনি শীর্ষস্থান ধরে রাখেন।

পাকিস্তান থেকে দেড় লাখ শ্রমিক নেবে বেলারুশ

ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া রুশ গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ চান ট্রাম্প

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

মার্কিন নিরাপত্তার জন্য এখনো হুমকি রাশিয়া, নিষেধাজ্ঞার মেয়াদ ১২ মাস বাড়ালেন ট্রাম্প

হিজবুল্লাহর অধিকাংশ ঘাঁটি এখন লেবাননের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে

সুদানে দুটি শরণার্থীশিবিরে বিদ্রোহী বাহিনীর হামলা, নিহত ১০০

রাফাহকে গাজা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল

সিরিয়ায় ইসরায়েলের বাড়াবাড়িতে ক্ষুব্ধ এরদোয়ান

মার্কিন সহায়তায় হুতিদের নিশ্চিহ্ন করতে চায় ইয়েমেন সরকার, ৮০ হাজার সেনা প্রস্তুত

ওমানে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক হলো, মুখ দেখাদেখি হলো না