হোম > বিশ্ব

পেরুর এলিয়েন সদৃশ পুতুলের রহস্য উন্মোচন

তিন আঙুল বিশিষ্ট ও পুতুল সদৃশ শারীরিক অবয়ব দেখে অনেকেই ধারণা করেছিলেন এগুলো পৃথিবীর বাইরের কোনো প্রাণী অর্থাৎ এলিয়েন। অবশেষে ফরেনসিক বিশেষজ্ঞেরা রহস্যময় ওই বস্তুগুলোর প্রকৃত তথ্য উপস্থাপন করেছেন। 

রোববার টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে রহস্যময় ওই বস্তুগুলোকে মেক্সিকোতে পাচারের সময় আটক করেছিল পেরুর কাস্টমস কর্মকর্তারা। পরে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগুলোকে বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়। 

ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন—প্রায় এক ফুট দীর্ঘ ওই শারীরিক অবয়বগুলো মূলত কাগজ, গ্লু, ধাতু এবং মানুষ ও অন্যান্য প্রাণীর হাড় দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে। 

এ বিষয়ে ফরেনসিক বিশেষজ্ঞ দলের প্রধান ফ্ল্যাভিও এস্ত্রাদা বলেছেন, ‘ওই বস্তুগুলোকে অন্য গ্রহের বলে যে দাবি করা হয়, সেগুলো পুরোপুরিভাবে মিথ্যা।’ 
সাংবাদিকদের কাছে এস্ত্রাদা আরও বলেন, ‘উপসংহার খুব সাধারণ। এগুলো আসলে এই গ্রহেরই বিভিন্ন প্রাণীর হাড় এবং আধুনিক সিনথেটিক গ্লু দিয়ে তৈরি পুতুল।’ 

আধুনিক গ্লু ব্যবহারের ফলে এগুলোকে হিস্পানিক যুগের আগের বলারও কোনো উপায় নেই বলে জানান এস্ত্রাদা। তিনি বলেন, ‘এগুলো মহাজাগতিক কিছু নয়, এগুলো এলিয়েন নয়।’ 

পুতুল দুটি লাল, কমলা এবং সবুজ কাপড় পরানো অবস্থায় ছিল। বিশেষজ্ঞরা জানান—এগুলো তৈরিতে পাখি, কুকুর এবং আরও কিছু প্রাণীর হাড় ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তিন আঙুলবিশিষ্ট হাতগুলো মানুষের হাড় দিয়ে তৈরি করা হয়েছে। 

পেরুর প্রসিকিউটরের কার্যালয় এখনো নির্ধারণ করেনি যে বস্তুগুলোর মালিক কে। গত শুক্রবার কর্মকর্তারা শুধু জানান, শুল্ক এজেন্টদের দ্বারা জব্দ করার আগে বস্তুগুলোর প্রাপক ছিলেন একজন ম্যাক্সিকান নাগরিক।

পাকিস্তান থেকে দেড় লাখ শ্রমিক নেবে বেলারুশ

ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া রুশ গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ চান ট্রাম্প

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

মার্কিন নিরাপত্তার জন্য এখনো হুমকি রাশিয়া, নিষেধাজ্ঞার মেয়াদ ১২ মাস বাড়ালেন ট্রাম্প

হিজবুল্লাহর অধিকাংশ ঘাঁটি এখন লেবাননের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে

সুদানে দুটি শরণার্থীশিবিরে বিদ্রোহী বাহিনীর হামলা, নিহত ১০০

রাফাহকে গাজা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ইসরায়েল

সিরিয়ায় ইসরায়েলের বাড়াবাড়িতে ক্ষুব্ধ এরদোয়ান

মার্কিন সহায়তায় হুতিদের নিশ্চিহ্ন করতে চায় ইয়েমেন সরকার, ৮০ হাজার সেনা প্রস্তুত

ওমানে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক হলো, মুখ দেখাদেখি হলো না