Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

অপহরণের দেড় বছর পর নিউজিল্যান্ডের পাইলটকে ফেরত দিল পাপুয়ার আদিবাসীরা

অপহরণের দেড় বছর পর নিউজিল্যান্ডের পাইলটকে ফেরত দিল পাপুয়ার আদিবাসীরা

ইন্দোনেশিয়ার পশ্চিমা পাপুয়া অঞ্চলের আদিবাসীদের হাতে অপহৃত হয়েছিলেন নিউজিল্যান্ডের পাইলট ফিলিপ মেরটেনস। সেই অপহরণ ঘটনার দেড় বছর পর তাঁকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আজ শনিবার এক বিবৃতিতে ইন্দোনেশিয়া পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সও বিষয়টি নিশ্চিত করেছেন। আদিবাসীদের দেওয়া শর্ত পূরণের পরিপ্রেক্ষিতে মুক্তি পেয়েছেন মেরটেনস। 

ফিলিপ মেরটেনস অস্ট্রেলিয়ার বিমান পরিবহন সংস্থা জেটস্টারের সাবেক পাইলট। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তাঁকে জিম্মি করে পাপুয়ার একদল বিদ্রোহী। গোষ্ঠীটির নাম ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি (টিপিএনপিবি)। পাপুয়া বিদ্রোহীদের অন্যতম কেন্দ্র এনডুগার পারো বিমানবন্দরে একটি ছোট বাণিজ্যিক যাত্রীবাহী বিমান অবতরণ করানোর পর বিদ্রোহীরা ফিলিপ মেরটেনসকে জিম্মি করে। 

গত সপ্তাহের মঙ্গলবার টিপিএনপিবি এক বিবৃতিতে মেরটেনসের মুক্তির শর্ত ও রূপরেখা প্রকাশ করে। এর মধ্যে তাদের দাবি ছিল, মেরটেনসের পুরো মুক্তির প্রক্রিয়াটি গণমাধ্যমের উপস্থিতিতে হতে হবে। পরে ইন্দোনেশিয়ার সরকার বিদ্রোহীদের এসব দাবি মেনে নিলে মুক্তি দেওয়া হয় তাঁকে। এ ছাড়া, বিদ্রোহীরা মেরটেনসের মুক্তির সময় ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর অভিযানকেও স্থগিত করার শর্ত দিয়েছিল। 

ইন্দোনেশিয়া ১৯৬৯ সালে পশ্চিম পাপুয়ার নিয়ন্ত্রণ পায় নেদারল্যান্ডসের কাছ থেকে। এরপর থেকেই সেখানকার নাগরিকেরা স্বায়ত্তশাসন ও নিজস্ব ভোট ব্যবস্থার দাবিতে আন্দোলন করে আসছে। যেসব গোষ্ঠী আন্দোলন করছে, তার মধ্যে ওয়েস্ট পাপুয়া ন্যাশনাল লিবারেশন আর্মি উল্লেখযোগ্য।

চীনে চালু হচ্ছে আরেক বিস্ময়—বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

ইউনেসকো গ্লোবাল জিওপার্কের স্বীকৃতি পেল উত্তর কোরিয়ার পবিত্র পর্বত

তীব্র তাপপ্রবাহে এখনই বেহাল ভারত ও পাকিস্তান—এবার কী যে হবে

জনসংখ্যা হ্রাসে নতুন রেকর্ড গড়ল জাপান

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষেধ

পয়লা বৈশাখে নববর্ষ উদ্‌যাপিত হয় যেসব দেশে

যেভাবে নববর্ষ উদ্‌যাপন করলেন থাইল্যান্ডের মানুষ

বিশ্বের সেরা ১০ বিমানবন্দরের ৬টিই এশিয়ার, বাংলাদেশের অবস্থান কত

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত