জাপানে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে জাপানের একটি যুদ্ধ বিমান উধাও হয়ে গেছে। বিমানটি উদ্ধারে এরই মধ্যে তল্লাশি শুরু হয়েছে। জাপান সেনাবাহিনীর পক্ষ থেকে আজ সোমবার এমনটি জানানো হয়েছে।
জাপানের বিমানবাহিনীর মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, এফ-১৫ বিমানটি উড্ডয়নের পরে কোমাতসু কন্ট্রোল টাওয়ারের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।
তিনি জানান, জাপান সাগরের অদূরে মধ্য ইশিকাওয়া অঞ্চলের কোমাতসু বিমানঘাঁটি থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বিমানটি নিখোঁজ হয়।
জাপান বিমানবাহিনীতে দুর্ঘটনার ঘটনা খুব বিরল। ২০১৯ সালে পাইলটের ভুলের কারণে জাপানে এফ-৩৫এ বিমানটি বিধ্বস্ত হয়।