Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

দখলের পর পুরো শহর জ্বালিয়ে দিল মিয়ানমার জান্তা

অনলাইন ডেস্ক

দখলের পর পুরো শহর জ্বালিয়ে দিল মিয়ানমার জান্তা

মিয়ানমারের সাগাইন অঞ্চল দখলের পর পুরো একটি শহর পুড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন জান্তা বাহিনী। স্থানীয়রা জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রায় সপ্তাহ দুয়েক আগে শহরটি দখল করে নেয় জান্তা বাহিনী। পরে শহরের প্রায় ৮০ শতাংশই জ্বালিয়ে দেয় তারা। শহরটির নাম কাউলিন। 

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোন থেকে নেওয়া একটি ছবি থেকে দেখা গেছে, শহরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে। এর আগে, গত বছরের নভেম্বরের ৬ তারিখে জাতীয় ঐক্যের সরকারের সশস্ত্র বাহিনী পিপলস ডিফেন্স ফোর্স ওই শহর দখল করে নেয়। পরে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি জান্তা বাহিনী শহরটি পুনর্দখল করে। 

শহরটির আটটি ওয়ার্ডে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি এর আশপাশের আরও ১০টি গ্রামেও অগ্নিসংযোগ করে। এ বিষয়ে এক কাউলিন শহরের পিডিএফ বাহিনীর এক সদস্য ইরাবতীকে বলেছেন, ‘কোনো ধরনের সহিংসতা ছাড়াই কিন্তু ঘটনার দিনে ইন বোকে কোনো গ্রামে সকাল ৫টার দিকে আগুন লাগিয়ে দেয়।’ 

কাউলিন দখল করার পর থেকে শহরের বড় বড় দালানগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে জান্তা বাহিনী এবং তাদের দৃষ্টির জন্য বাধা হয়ে দাঁড়ায় এমন সব স্থাপনা তারা জ্বালিয়ে দিয়েছে। কাউলিন শহর ও আশপাশের গ্রামগুলো থেকে এই অগ্নিসংযোগের ফলে অন্তত ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার