বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড হয়েছে নেপালে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত বছরের মে মাসে নেপালে সর্বোচ্চ ৯ হাজার ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৬৮ হাজার ২১৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১১ হাজার ৬২৪ জন।
উল্লেখ্য, নেপালে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।