দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সৌদি আরবে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা এই সফরকে রিয়াদের সঙ্গে সুসম্পর্ক পুনরুদ্ধারে আংকারার মাসব্যাপী প্রচেষ্টার সমাপ্তি হিসেবে অভিহিত করেছেন।
তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর বলছে, এই সফরে এরদোয়ান রিয়াদের সঙ্গে আংকারার সম্পর্ক নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া রিয়াদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করবেন।
ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। খাসোগিকে হত্যায় সৌদি সরকারের ‘সর্বোচ্চ স্তরের’ আদেশ ছিল বলে অভিযোগ করেছিলেন এরদোয়ান। তবে এখন আংকারা তার সুর তীব্রভাবে নরম করেছে।