হোম > বিশ্ব > এশিয়া

তালেবানকে স্বীকৃতি দিল কাজাখস্তান, স্বাগত জানাল রাশিয়া

অনলাইন ডেস্ক

আফগান তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়েছে কাজাখস্তান। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইবেক স্মাদিয়ারোভ বিষয়টি নিশ্চিত করেছেন।  

সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, কাজাখস্তানের রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কাজিনফর্মের সঙ্গে সাক্ষাৎকারে আইবেক উল্লেখ করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী সংগঠনের তালিকায় তালেবান নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘সন্ত্রাসী সংগঠনের তালিকা নিয়মিত হালনাগাদ করার জন্য কাজাখস্তান নিয়মিতভাবে প্রজাতন্ত্রে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনগুলোর জাতীয় তালিকার একটি নিরীক্ষা পরিচালনা করে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে জাতিসংঘের অনুশীলনের সঙ্গে তাল মিলিয়ে তালেবানকে এ তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী, তালেবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী হিসেবে স্বীকৃত সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত নয়।’

আইবেক স্মাদিয়ারোভ বলেন, ‘জাতিসংঘের অবস্থান এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতে কাজাখস্তান ও আফগানিস্তানের মধ্যে আরও যোগাযোগ গড়ে তোলা হবে।’

এ পদক্ষেপের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সিদ্ধান্তের ফলে কাজাখ ও আফগান সরকারের মধ্যে সংলাপ শুরুর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখতে এবং সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক বিশ্বাসকে আরও শক্তিশালী করে তুলতে পারে এ সিদ্ধান্ত।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও বলা হয়, এ পদক্ষেপ আফগানিস্তানকে আন্তর্জাতিক বিচ্ছিন্নতা থেকে বের হয়ে আসতে সহায়তা করবে এবং বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রক্রিয়ায় দেশটির আরও যুক্ত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এ ছাড়া আফগান জনগণের জন্য মানবিক সহায়তার নতুন সুযোগ উন্মুক্ত হবে বলে আশা করছে মস্কো।

প্রায় দুই দশকের যুদ্ধের পর ২০২১ সালের আগস্টে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করে।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন