Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

টুইটারের ব্লু টিক ফি নিয়ে মাস্কের সঙ্গে আলোচনায় বসবেন এরদোয়ান! 

অনলাইন ডেস্ক

টুইটারের ব্লু টিক ফি নিয়ে মাস্কের সঙ্গে আলোচনায় বসবেন এরদোয়ান! 

ইউক্রেন সংকট শুরুর পর ইউক্রেনের শস্য রপ্তানির বিষয়ে মধ্যস্থতা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আজারবাইজান–আর্মেনিয়ার সংকটেও ভূমিকা রেখেছিলেন তিনি। এবার ইলন মাস্কের টুইটারের ব্লু টিক ফির বিষয়টি নিয়েও তাঁর সঙ্গে আলোচনা করতে পারেন এরদোয়ান। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, এরদোয়ান গতকাল বুধবার জানিয়েছিলেন—তিনি টুইটারের নতুন পরিচালক ইলন মাস্কের সঙ্গে অ্যাকাউন্ট ভেরিফাই করে ব্লু টিক চিহ্ন আনার জন্য ৮ ডলার ফি’র বিষয়টি নিয়ে আলোচনা করতে পারেন।

তুরস্কের একটি সম্প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ানকে টুইটারের অ্যাকাউন্ট ভেরিফাই করার ক্ষেত্রে ৮ ডলার ফি নেওয়ার বিষয়টি নিয়ে কিছু বলতে বললে তিনি বলেন, ‘এটি হয়তো আমাদের জন্য ভিন্ন কিছু হতে পারে।’ হাসতে হাসতে এরদোয়ান আরও বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা তাঁর সঙ্গে কূটনৈতিক তৎপরতাও চালাতে পারি।’

এর আগে, ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেওয়ার পর ইলন মাস্ক জানিয়েছিলেন, এখন থেকে টুইটারে উঁচুনিচু ভেদ থাকবে না এবং তাই ব্লু টিক নিতে পারবে সবাই। তবে সে ক্ষেত্রে ব্লু টিক নেওয়ার জন্য প্রতি মাসে ৮ ডলার করে ফি দিতে হবে।

উল্লেখ্য, এরদোয়ান এবং ইলন মাস্কের মধ্য ভালো সম্পর্ক বিদ্যমান। ২০২১ সালের ডিসেম্বর মাসে তাঁরা দুজন এক ভিডিও কনফারেন্সে বৈশ্বিক অর্থনীতি, তুরস্কের মহাকাশ প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করেছিলেন 

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার