তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই তথ্য জানিয়েছেন। আগামী সপ্তাহে সৌদি যুবরাজ আঙ্কারা যাবেন বলে নিশ্চিত করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এরদোয়ানের ঘোষণা অনুযায়ী মোহাম্মদ বিন সালমান ২২ জুন আঙ্কারা যাবেন। ২০১৮ সালে তুরস্কে সৌদি দূতাবাসের ভেতরে সৌদি বংশোদ্ভূত সাংবাদিক জামাল খাসোগী হত্যার পর এটিই মোহাম্মদ বিন সালমানের প্রথম তুরস্ক সফর। জামাল খাসোগীর হত্যা দেশ দুটির মধ্যকার সম্পর্ককে বেশ শীতল করে তুলেছিল।
এরদোয়ান বলেছেন, বিগত কয়েক বছর আমাদের দুই দেশের মধ্যে তিক্ত এবং বৈরী একটি সম্পর্ক ছিল। সেই দিন এখন অতীত। ধারণা করা হচ্ছে, এই সফর দুই দেশের সম্পর্কের বরফ গলাতে সাহায্য করবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান জানান, ‘যুবরাজ আগামী বুধবার সফর করবেন। আমরা তাঁকে স্বাগত জানাতে প্রস্তুত। আল্লাহ চাইলে তুরস্ক-সৌদি সম্পর্ককে আমরা কতটা উচ্চপর্যায়ে নিয়ে যেতে পারব তার একটা মূল্যায়নের সুযোগ আমরা পাব।’
এদিকে, সৌদি যুবরাজ কবে তুরস্ক সফরে যাবেন তা জানা গেলেও তাঁর সফরের বিস্তারিত জানা যায়নি। তুরস্ক সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
ধারণা করা হচ্ছে, সৌদি যুবরাজের এই তুরস্ক সফরের সময় দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এর আগে, চলতি বছরের এপ্রিলে সৌদি আরব সফর করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সফরেও মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এরদোয়ান।