Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

আরব আমিরাত-কাজাখস্তানে দূতাবাস খুলল তালেবান সরকার 

আরব আমিরাত-কাজাখস্তানে দূতাবাস খুলল তালেবান সরকার 

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে দূতাবাস খুলেছে আফগানিস্তানের তালেবান সরকার। দেশ দুটির সরকার আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারের দূতদের স্বীকৃতি দিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আরব নিউজের প্রতিবেদন অনুসারে, সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত এবং কাজাখস্তানে আফগান দূতাবাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শার্জ দ্য অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক পর্যায়ে অস্বীকৃত, বিশেষ করে পশ্চিমা বিশ্বে অস্বীকৃত তালেবান সরকারের জন্য এটি নিঃসন্দেহে বিরাট অর্জন। 

দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে আফগানিস্তানের তালেবান সরকার ২০২১ সালের আগস্ট মাসে ক্ষমতায় আসার পর পাকিস্তান, ভারত, চীন ও মধ্য এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলছিল। তবে শুরু থেকেই মধ্যপ্রাচ্যের দুই দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলছিল। এবার আরব আমিরাত দেশটির রাষ্ট্রদূতকে স্বীকৃতি দিয়ে সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে গেল। 

গত বুধবার আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মৌলভি বদরুদ্দীন হাক্কানি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসেবে তাঁর নিয়োগপত্র জমা দিয়েছেন। পরে সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে নিশ্চিত করেন, আফগানিস্তানের রাষ্ট্রদূতের প্রমাণপত্র করা হয়েছে। এই প্রমাণপত্র গ্রহণ উপসাগরীয় রাষ্ট্রের তরফ থেকে আফগানদের উন্নয়ন ও পুনর্গঠন প্রকল্পের মাধ্যমে সাহায্য করার সংকল্পকে পুনর্ব্যক্ত করে। 

এ ছাড়া বুধবার কাজাখস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী আলিবেক বাকায়েভ বলেন, কাজাখস্তান আস্তানায় আফগানিস্তানের শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে মুহাম্মাদ উর রহমান রহমানিকে স্বীকৃতি দিয়েছে। এই স্বীকৃতি বাণিজ্যিক, অর্থনৈতিক এবং মানবিক সহযোগিতা সম্প্রসারণের উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্যের দ্বারা পরিচালিত।

চীনে চালু হচ্ছে আরেক বিস্ময়—বিশ্বের সবচেয়ে উঁচু সেতু

ইউনেসকো গ্লোবাল জিওপার্কের স্বীকৃতি পেল উত্তর কোরিয়ার পবিত্র পর্বত

তীব্র তাপপ্রবাহে এখনই বেহাল ভারত ও পাকিস্তান—এবার কী যে হবে

জনসংখ্যা হ্রাসে নতুন রেকর্ড গড়ল জাপান

মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশ নিষেধ

পয়লা বৈশাখে নববর্ষ উদ্‌যাপিত হয় যেসব দেশে

যেভাবে নববর্ষ উদ্‌যাপন করলেন থাইল্যান্ডের মানুষ

বিশ্বের সেরা ১০ বিমানবন্দরের ৬টিই এশিয়ার, বাংলাদেশের অবস্থান কত

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত