হোম > বিশ্ব > চীন

আরব বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা চীনের 

অনলাইন ডেস্ক

ন্যায্যতা, ন্যায়বিচার, দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও শান্তি অর্জনে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে কাজ করতে চায় চীন। এমনটাই জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিন পিং। আজ বৃহস্পতিবার চীন সফররত আরব বিশ্বের দেশগুলোর নেতাদের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 
 
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত চীন-আরব স্টেটস কো-অপারেশন ফোরামের বৈঠকে তিউনিসিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইসরায়েলসহ বেশ কয়েকটি আরব দেশের প্রতিনিধিরা যোগ দেন। ফোরামের বৈঠকে চীনা প্রেসিডেন্ট বলেন, চীন আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী, যাতে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি মডেল তৈরি করা যায়। 

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গে চীনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। চিরদিনের জন্য ন্যায়বিচার অনুপস্থিত থাকতে পারে না এবং দ্বিরাষ্ট্রীয় সমাধান অবশ্যই গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে, যাতে ইসরায়েলি ও ফিলিস্তিনিরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। 

বাহরাইন, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও তিউনিসিয়ার রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি আরব লিগের অন্যান্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্দেশে দেওয়া ভাষণে শি চিন পিং বলেন, ‘একটি অশান্ত বিশ্বে পারস্পরিক সম্মানই হলো সম্প্রীতিতে বসবাসের একমাত্র উপায় এবং ন্যায্যতা ও ন্যায়বিচার স্থায়ী নিরাপত্তার ভিত্তি।’ 

বেইজিং বারবার ফিলিস্তিন-ইসরায়েল সংকটের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি ও জাতিসংঘে ফিলিস্তিনি সদস্যপদ দেওয়ার ব্যাপারে আহ্বান জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছে। এই ইস্যুতে বিশ্বের অন্যান্য দেশকে আরব বিশ্বের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন