চীনের একটি নার্সিং হোমে বয়স্কদের অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডে ২০ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ কারণ অনুসন্ধানের জন্য নার্সিং হোমটির মালিককে আটক করেছে।
আজ বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের চেংদে শহরে আগুন লাগার পর দুই ঘণ্টা ধরে জ্বলেছিল।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, পুলিশ অ্যাপার্টমেন্টের মালিককে আটক করেছে। নার্সিং হোমের ১৯ জন বাসিন্দাকে চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
সিনহুয়া আরও জানিয়েছে, বিশেষজ্ঞরা কারণ অনুসন্ধানের জন্য নার্সিং হোম পরিদর্শন করেছেন।
সাম্প্রতিক বছরগুলোতে একই ধরনের বেশ কয়েকটি ঘটনার মধ্যে এটি সর্বশেষ। ২০২৩ সালে রাজধানী বেইজিংয়ে একটি হাসপাতালে আগুন লেগে ২৬ জন রোগী নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
গত জানুয়ারিতে, হেবেইতে একটি সবজির বাজারে আগুন লেগে আটজন নিহত এবং ১৫ জন আহত হন। এ ছাড়া গত বছর সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ডিপার্টমেন্ট স্টোরে আগুন লেগে ১৬ জন নিহত হন।