বোমা হামলার আশঙ্কায় ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার ও এর সম্মুখভাগ দুই ঘণ্টার জন্য খালি করা হয়। আজ শনিবার পুলিশের একটি সূত্র ফরাসি সংবাদমাধ্যম ‘লা প্যারিজেন’কে এ তথ্য জানিয়েছে। এটি সতর্কতামূলক ব্যবস্থার প্রথম ধাপ ছিল। তবে কারা এ তথ্য পুলিশকে দিয়েছে তা জানা যায়নি।
আজ বিকেলে পুলিশের বোমা ইউনিট আইফেল টাওয়ার ও এর আশপাশে তল্লাশি চালিয়েছে। আইফেল টাওয়ারের পরিচালনা সংগঠন ‘সেতে’ জানিয়েছে, এই ধরনের পরিস্থিতিতে এমন তল্লাশি চালানো স্বাভাবিক।
সেতের মুখপাত্র আরও বলেছেন, দুপুরের দিকে শুরু হওয়া উচ্ছেদ টাওয়ারের রেস্তোরাঁ, ফোরকোর্টসহ স্মৃতিস্তম্ভের তিনটি তলা খালি করা হয়। আর বেলা দেড়টার পরেই সব দর্শনার্থীদের সরিয়ে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, আইফেল টাওয়ার দেখতে প্রতিবছর সাত মিলিয়ন মানুষ প্যারিসে আসেন। এদের মধ্য ৭৫ শতাংশই বিদেশি। যা পৃথিবীর মধ্য সবচেয়ে বেশি।