Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধের ২ বছরে বাড়ি ছেড়ে পালিয়েছে ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ

অনলাইন ডেস্ক

যুদ্ধের ২ বছরে বাড়ি ছেড়ে পালিয়েছে ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ

আগামী শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে রুশ আক্রমণের দুই বছর পূর্ণ হবে। এই সময়ের মধ্যে ইউক্রেনের ১ কোটি ৪০ লাখ মানুষ নিজের বাড়ি থেকে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার আল-জাজিরা জানিয়েছে, ইউক্রেনের বাড়ি ছেড়ে পালানো মানুষদের মধ্যে অন্তত ৬৫ লাখ অন্য দেশে শরণার্থী হিসেবে অবস্থান করছে। এ ছাড়া অন্তত ৩৭ লাখ মানুষ দেশের ভেতরেই এখন উদ্বাস্তু।

রুশ-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার প্রধান সতর্ক করেন—যুদ্ধের কোনো শেষ নেই। যুদ্ধ লাখ লাখ বেসামরিক মানুষের জন্য অপরিমেয় দুর্ভোগ ডেকে এনেছে। ইউক্রেন যুদ্ধের প্রভাব দীর্ঘ মেয়াদে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুভূত হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইউক্রেনে জাতিসংঘ মানবাধিকার পর্যবেক্ষণ মিশন একটি হালনাগাদ প্রতিবেদনে বলেছে—২০২২ সালের ফেব্রুয়ারি থেকে তারা ১০ হাজার ৫৮২ জন বেসামরিক নাগরিকের মৃত্যু সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আর আহত হিসেবে ১৯ হাজার ৮৭৫ জনের তথ্য পাওয়া গেছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ওই প্রতিবেদনে মত দেওয়া হয়েছে।

ছবি: এএফপিআন্তর্জাতিক শরণার্থী সংস্থা জানিয়েছে, তারা ইউক্রেন এবং পূর্ব ইউরোপের ১১টি দেশে অন্তত ৬৫ লাখ শরণার্থীকে সহায়তা করেছে। চলতি বছর প্রায় ১ কোটি ৪৬ লাখ মানুষকে কোনো না কোনোভাবে মানবিক সহায়তা দিতে হবে।

সংস্থাটি আরও জানিয়েছে, বিদেশ থেকে যারা আবারও ইউক্রেনে ফিরে গেছেন তারা নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এসব চ্যালেঞ্জের মধ্যে রয়েছে নিরাপত্তাহীনতা, জীবিকার অভাব, ক্ষতিগ্রস্ত বাড়ি-ঘর এবং পর্যাপ্ত পরিষেবার অভাব।

উত্তাল তুরস্কে আট দিনে গ্রেপ্তার ১৯০০

‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ পুরস্কার বিজয়ীর তালিকায় অভ্যুত্থানের ছবি

আমাদের শিশুদের ফিরিয়ে না দিলে কোনো শান্তি নয়: ইউক্রেন

শিগগির মারা যাবেন পুতিন, তারপর সব শেষ হয়ে যাবে: জেলেনস্কি

ইংরেজি অভিধানে যুক্ত হচ্ছে নতুন শব্দ ‘গিগিল’, এর অর্থ কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তোড়জোড়ের পরও সুদূর পরাহত শান্তি

পৃথিবীর অর্ধেকই বেলারুশের মতো একনায়কতন্ত্র চায়: লুকাশেঙ্কো

ব্রিটেনের আকাশে রহস্যময় কুণ্ডলী দেখে অ্যালিয়েন যানের কল্পনা, যা জানা গেল

আইফেল টাওয়ারকে হিজাবে ঢেকে বিজ্ঞাপন উত্তাপ ছড়াল ফ্রান্সে

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তি করেন ২ নারী, পরিচয় ফাঁস করল বিবিসি