করোনায় আগামী মার্চের মধ্যে ইউরোপ ও এশিয়ার কিছু অংশে আরও ৭ লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ৫৩টি দেশে এরই মধ্যে করোনায় মৃত্যু ১৫ লাখ ছাড়িয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, আগামী মার্চের মধ্যে ৪৯টি দেশের আইসিইউতে ‘উচ্চ বা চরম চাপ’ থাকবে।
গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, যেভাবে ইউরোপে করোনা জেঁকে বসেছে, সে হিসেবে আগামী মার্চের মধ্যে ইউরোপে করোনায় মোট মৃত্যু ২২ লাখ ছাড়িয়ে যতে পারে। ইউরোপে দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজার ২০০তে দাঁড়িয়েছে। শুধু রাশিয়াতেই দৈনিক মৃতের সংখ্যা সম্প্রতি ১ হাজার ২০০ ছাড়িয়েছে।
যাঁরা এখনো টিকা নেননি, তাঁদের টিকা নিতে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লুগ।
বিপুলসংখ্যক লোকের টিকা না নেওয়া এবং করোনার ডেলটা ধরনের কারণে ইউরোপে করোনা পরিস্থিতি এত ভয়বহতার দিকে গেছে বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।