Ajker Patrika
হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় টানা তিন দিন করোনায় মৃত্যুর রেকর্ড

রাশিয়ায় টানা তিন দিন করোনায় মৃত্যুর রেকর্ড

রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউয়ে নতুন করে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে। এক দিনে এত মৃত্যু এর আগে কখনো দেশটি দেখেনি। আজ বৃহস্পতিবার দেশটির সরকারের করোনাভাইরাস টাস্ক ফোর্সের বরাত দিয়ে মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৩৩৯ জন। 

এর আগে গতকাল বুধবার জানানো হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ২৮ মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৩৪ হাজার ৭৩ জন। এর আগে গত মঙ্গলবার জানানো হয়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড এক হাজার ১৫ মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৭৪০ জন। 

মস্কো টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। এখনো দেশটির বড় একটি অংশকে টিকার আওতায় আনা যায়নি। হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, করোনা নিয়ে যথাযথ প্রচার-প্রচারণা চালানো সম্ভব হয়নি। বিশেষ করে টিকার গুরুত্ব বোঝানো যায়নি নাগরিকদের। প্রত্যেক নাগরিককে আরও দায়িত্বশীল হতে হবে। 

এর আগে গত শনিবার (১৬ অক্টোবর) প্রথমবারের মতো এক দিনে করোনায় হাজার মৃত্যু দেখে রাশিয়া। শনিবার এক দিনে করোনায় এক হাজার ২ জনের মৃত্যুসংবাদ জানানো হয়। একই সময়ে করোনা শনাক্ত হয় ৩৩ হাজার ২০৮ জনের। 

রাশিয়ায় সম্প্রতি করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণকে দুষছে সরকার। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, 'জনসাধারণকে টিকা দিয়ে তাদের জীবন বাঁচানোর সুযোগ দেওয়ার জন্য সবকিছু করা হয়েছিল।' 

জনমত জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি রুশ নাগরিকের টিকা দেওয়ার ইচ্ছা নেই। 

উল্লেখ্য, রাশিয়ায় এ পর্যন্ত করোনায় ২ লাখ ২৭ হাজার ৩৮৯ জন মারা গেছেন। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮১ লাখ ৩১ হাজার ১৬৪ জনের। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৮৮৭ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯ লাখ ৩৯ হাজার ৮৬০ জনের। আর করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ১ লাখ ৭১ হাজার ২১৭ জন।     

জার্মানিতে ১৫ রোগীকে হত্যায় অভিযুক্ত এক চিকিৎসক

‘নারী’র সংজ্ঞা নির্ধারণ করে দিলেন ব্রিটিশ সুপ্রিম কোর্ট

‘নারীর’ সংজ্ঞা নির্ধারণ করবে ব্রিটিশ সুপ্রিম কোর্ট, রায় আজ

বেলারুশের গায়ে কেউ টোকা দেওয়ারও সাহস পাবে না: প্রেসিডেন্ট

ট্রাম্পকে বিশ্বাস করে রাশিয়া, আলোচনা চালিয়ে যেতে আগ্রহী: লাভরভ

টেস্টটিউব বেবি: ক্লিনিকের ভুলে অন্যের সন্তান জন্ম দিলেন অস্ট্রেলিয়ার নারী

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩২, আহত ৮৪

ইউক্রেনের ভেতর দিয়ে যাওয়া রুশ গ্যাস পাইপলাইনের নিয়ন্ত্রণ চান ট্রাম্প

ইউক্রেনকে দ্বিখণ্ডিত করতে চান ট্রাম্প