Ajker Patrika

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩২, আহত ৮৪

অনলাইন ডেস্ক
রোববার সকালে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ছবি: এএফপি
রোববার সকালে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে দুটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ছবি: এএফপি

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩২ জন নিহত ও ৮৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ।

রোববার সকালে পাম সানডে (খ্রিষ্টানদের পবিত্র সপ্তাহের প্রথম দিন) উপলক্ষে সুমির একটি চার্চে স্থানীয়রা সমবেত হচ্ছিলেন। ঠিক তখনই (স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটের দিকে) দুটি রুশ ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রস্থলে আঘাত হানে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন শিশুও রয়েছে। তিনি আরও জানান, এই ‘ভয়াবহ’ হামলায় কমপক্ষে ৮৪ জন আহত হয়েছেন।

তবে রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেনের সরকারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিডিওতে দেখা গেছে, মধ্য সুমির আশপাশে ধ্বংসস্তূপ এবং ধোঁয়ার মধ্যে মৃতদেহ পড়ে আছে।

সুমির ভারপ্রাপ্ত মেয়র আর্টেম কোবজার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘এই পবিত্র পাম সানডের দিনে, আমাদের সম্প্রদায় একটি ভয়াবহ ট্র্যাজেডির শিকার হয়েছে।’

এই হামলা এমন একসময় চালানো হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির চেষ্টা করছে।

গত শুক্রবার ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। বৈঠকের পর ট্রাম্প বলেন, ‘যুদ্ধ বন্ধের আলোচনা ঠিক পথেই এগোচ্ছে। তবে মাঝেমধ্যে এমন সময় আসে যখন আপনাকে হয় কিছু করতে হবে, না হয় চুপ থাকতে হবে।’

রোববারের হামলার পর জেলেনস্কি বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা কখনোই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা থামাতে পারেনি। একজন সন্ত্রাসীর জন্য যেমন ব্যবস্থা নেওয়া দরকার, রাশিয়ার বিরুদ্ধেও তেমন ব্যবস্থা নেওয়া উচিত।’

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা স্থগিত করার বিষয়ে একমত হয়েছিল রাশিয়া। কিন্তু এরপরেও তারা হামলা অব্যাহত রেখেছে।

ইউক্রেনের পক্ষ থেকে একটি বৃহত্তর যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করা হয়। কিন্তু রাশিয়া এমন কিছু শর্ত আরোপ করে, যার ফলে কার্যত এই যুদ্ধবিরতি চুক্তি বন্ধ হয়ে গেছে।

সুমিতে হামলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, ‘সবাই জানে, রাশিয়া একাই এই যুদ্ধ চায়। আজ এটা স্পষ্ট যে রাশিয়া একাই এটি চালিয়ে যেতে চায়। তাদের কাছে মানুষের জীবন, আন্তর্জাতিক আইন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক প্রচেষ্টার কোনো মূল্য নেই।’

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোগুলোতে দুটি হামলা চালিয়েছে। তবে ইউক্রেন এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

প্রসঙ্গত, বর্তমানে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ভূখণ্ডের প্রায় ২০ শতাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করছে রাশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত