Ajker Patrika
হোম > বিশ্ব > লাতিন আমেরিকা

প্রাপ্তবয়স্কদের সিনেমায় গিয়ে যৌন হয়রানির শিকার, তারকার লাশ উদ্ধার

প্রাপ্তবয়স্কদের সিনেমায় গিয়ে যৌন হয়রানির শিকার, তারকার লাশ উদ্ধার

প্রাপ্তবয়স্কদের সিনেমায় বেশ পরিচিত তারকা হয়ে উঠেছিলেন পেরুর থাইনা ফিল্ডস। তবে সম্প্রতি তিনি পর্নো শিল্পে নিপীড়ন নিয়ে কথা বলেছিলেন। চলতি সপ্তাহে নিজ বাড়ি থেকে এ ২৪ বছর বয়সী পর্নো তারকার লাশ উদ্ধার করা হয়েছে। 

একজন সহশিল্পী এবং পর্নো কনটেন্ট নির্মাতা স্থানীয় সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে থাইনার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। থাইনার ঘনিষ্ঠ বন্ধু আলেহান্দ্রা সুইট সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমি এটি নিয়ে বিস্তারিত আর কোনো কথা বলতে পারছি না। এ দুঃসংবাদ আমি নিতে পারছি না!’ 

সুইট ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারদের সঙ্গে একটি শোকবার্তা শেয়ার করেছেন। তিনি সবাইকে থাইনা ফিল্ডসকে ইতিবাচকভাবে মনে রাখার অনুরোধ জানিয়েছেন। 

মিল্কি পেরু নামে একটি প্রযোজনা সংস্থা থাইনাকে সহযোগিতা করেছিল। তারাও এ ঘটনায় শোক প্রকাশ করেছে। 

পর্নো ইন্ডাস্ট্রিতে গুরুতর যৌন হয়রানির শিকার হওয়ার কথা কয়েক মাস আগেই জানিয়েছিলেন থাইনা। আসল নাম অ্যাবিগেল ব্যবহার করে আট মাস আগে তিনি বলেছিলেন, ‘আমি প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি শুরু করার পর যৌন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছি।’ 

থাইনা ফিল্ডস চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে বলেন, ‘প্রথমে অনেকে ভেবেছিল, আমাকে নিয়োগ দিয়ে তারা যেন আমাকে কিনে নিয়েছে; আমার সঙ্গে যা খুশি তা-ই করতে পারবে। ওই ঘটনার পর আমি বাড়িতে এসে স্নান করেছিলাম এবং কেঁদেছিলাম। আমার সঙ্গে এমন অনেকবার ঘটেছে। একজন নারী হওয়া এবং প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট তৈরি করা খুব কঠিন যখন সমাজ আক্ষরিক অর্থেই উচ্ছন্নে যায়!’

ইকুয়েডরে ব্রিটিশ নাগরিককে গণপিটুনির পর জীবন্ত পুড়িয়ে হত্যা

ইস্টারের শুভেচ্ছায় প্রাক্তনের বর্তমান সঙ্গিনীকে বিষাক্ত চকলেট উপহার যুবতীর, খেয়ে সন্তানের মৃত্যু

তেলদূষণে বিপর্যস্ত এই নদী এখন একজন ‘ব্যক্তি’ হিসেবে গণ্য হবেন

ভেনেজুয়েলার রাজনৈতিক বন্দীদের মুক্তির বিনিময়ে নির্বাসিতদের প্রত্যর্পণের প্রস্তাব এল সালভাদরের

পেরুর সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির ১৫ বছরের কারাদণ্ড

পেরুতে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি, জরুরি অবস্থা জারি

ব্রাজিলে বাদুড়ের শরীরে নতুন করোনা ভাইরাস আবিষ্কার, ঝুঁকি এখনো অজানা

৯৫ দিন পর প্রশান্ত মহাসাগর থেকে উদ্ধার জেলে, বেঁচে ছিলেন যেভাবে

কিউবায় ফের বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে পুরো দেশ

যুক্তরাষ্ট্র শুল্কারোপের পর এশিয়ায় তেল বিক্রিতে নজর মেক্সিকোর