হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অননুমোদিত হজ অপারেটর ও ভুয়া ওয়েবসাইটের বিষয়ে সতর্ক করল সৌদি আরব

অনলাইন ডেস্ক

হজযাত্রীদের প্রতারণা থেকে বাঁচাতে অননুমোদিত হজ অপারেটর ও ভুয়া অ্যাপের ব্যাপারে সতর্ক করেছে সৌদি আরব সরকার। পাশাপাশি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সরকার অনুমোদিত বৈধ অপারেটর ও ওয়েবসাইট ব্যবহারের প্রতিও গুরুত্বারোপ করেছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সরকারস্বীকৃত চ্যানেল অনুসরণ করার মাধ্যমেই কেবল হজ পালনের বিষয়ে প্রকৃত সুযোগ পাওয়া যাবে উল্লেখ করে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে বলেছে, তাদের অফিশিয়াল ওয়েবসাইট হলো localhaj.haj.gov.sa এবং স্থানীয়দের জন্য হজ নিবন্ধন অ্যাপ হলো ‘নেসক’। এ ছাড়া এশিয়া, ইউরোপ, আফ্রিকা অস্ট্রেলিয়া ও আমেরিকার অধিবাসীদের জন্য সৌদি সরকার অনুমোদিত হজ অ্যাপ হলো ‘নুসুক’। 

এদিকে, সৌদি সরকার দেশটির সব হজ পালনকারীদের জন্য ‘সেহাতি’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোভিড, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকার রেকর্ড উল্লেখ করা বাধ্যতামূলক করেছে। সরকারি আদেশে বলা হয়েছে, ২০২৪ সালে এই সময়ের মধ্যে কোভিড-১৯ ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের অন্তত এক ডোজ ও গত ৫ বছরের মধ্যে মেনিনজাইটিস ভ্যাকসিনের একটি ডোজের রেকর্ড উল্লেখ করতে বলেছে। 

এদিকে, যেকোনো ভিসা নিয়ে সৌদি আরবে গেলেই ওমরাহ করা যাবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। এর ফলে এখন থেকে আলাদা করে আর ওমরাহ ভিসার প্রয়োজন হবে না। এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক টুইটে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, যেকোনো ভিসা নিয়ে যেকোনো দেশ থেকে আসা ব্যক্তিরা সহজে ও স্বচ্ছন্দে ওমরাহ পালন করতে পারবেন। 

নতুন এই ঘোষণার ফলে সৌদি আরবে ফ্যামিলি, ট্রানজিট, শ্রমিক এবং ই-ভিসাধারী সবাই কোনো বাধা ছাড়া ওমরাহ পালন করতে পারবেন। এ ব্যাপারে হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, আপনার ভিসা যা-ই হোক, আপনি ওমরাহ করতে পারবেন।

ভাইয়ের স্বপ্নপূরণে ডাক্তার হতে চায় ১০ বছরের আমর

লবণাক্ত পানি বিশুদ্ধকরণে শীর্ষে সৌদি আরব, বছরে পরিশোধন ৪২ লাখ ঘনমিটার

গাজা থেকে মুক্তি পেলেন যে ৩ ইসরায়েলি জিম্মি

ইসরায়েলি কারাগারের অন্ধকার ছেড়ে পরিবারের কাছে রাজনীতিবিদসহ ৯০ ফিলিস্তিনি

ফিলিস্তিনের গাজা: বিদেশে চিকিৎসা ছাড়া গতি নেই তাদের

১৫ মাস পর গাজাবাসীর ভয়হীন, আনন্দময় বিষাদের রাত

যুদ্ধবিরতি কার্যকর: ধ্বংসস্তূপে পরিণত নিজ গৃহে ফিরছে গাজাবাসী

৯০ ফিলিস্তিনির বিনিময়ে ৩ জিম্মিকে মুক্তি দিল হামাস

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

সেকশন