অনলাইন ডেস্ক
ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে ধূলিঝড়ে এক হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্টে ভুগছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ‘দম বন্ধ হওয়ার মতো’ সমস্যা নিয়ে দক্ষিণাঞ্চলের মুথান্না প্রদেশের হাসপাতালগুলোতে অন্তত ৭০০ জন ভর্তি হয়েছেন বলে এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে নজাফ প্রদেশে ২৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং দিবানিয়া প্রদেশে শিশুসহ অন্তত ৩২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া, ধি কার ও বসরা প্রদেশে আরও ৫৩০ জন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনেক অঞ্চল বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে এবং ফ্লাইট স্থগিত করা হয়েছে। নজাফ ও বসরা প্রদেশে বিমানবন্দরগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজের বরাতে প্রতিবেদনে বলা হয়, এলাকাজুড়ে যেন ঘন কমলা রঙের ধুলোর চাদর বিছানো। এই ধূলিঝড়ে ইরাকের দক্ষিণাঞ্চল ঘন কমলা ধুলোর মেঘে ঢেকে যায়, যার ফলে দৃশ্যময়তা কমে এক কিলোমিটারেরও কম হয়ে যায়।
ধুলোর হাত থেকে বাঁচতে পথচারী ও পুলিশ সদস্যরা মুখে মাস্ক পরে ছিলেন এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের সহায়তা করতে জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে ইরাকের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশে আরও বেশি ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে।
ইরাকে ধূলিঝড় সাধারণ ঘটনা হলেও, বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এখন অতিমাত্রায় ধূলিঝড় দেখা যাচ্ছে।
জাতিসংঘের তালিকায় ইরাককে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশটি নিয়মিত ধূলিঝড়, প্রচণ্ড গরম এবং পানিসংকটের মুখোমুখি হয়।
এর আগে ২০২২ সালে এক ভয়াবহ ধূলিঝড়ে একজনের মৃত্যু হয় এবং ৫ হাজারেরও বেশি মানুষ শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
ইরাকের মধ্য ও দক্ষিণাঞ্চলে ধূলিঝড়ে এক হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্টে ভুগছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ‘দম বন্ধ হওয়ার মতো’ সমস্যা নিয়ে দক্ষিণাঞ্চলের মুথান্না প্রদেশের হাসপাতালগুলোতে অন্তত ৭০০ জন ভর্তি হয়েছেন বলে এক স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে নজাফ প্রদেশে ২৫০ জনের বেশি মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং দিবানিয়া প্রদেশে শিশুসহ অন্তত ৩২২ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া, ধি কার ও বসরা প্রদেশে আরও ৫৩০ জন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অনেক অঞ্চল বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে এবং ফ্লাইট স্থগিত করা হয়েছে। নজাফ ও বসরা প্রদেশে বিমানবন্দরগুলো বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজের বরাতে প্রতিবেদনে বলা হয়, এলাকাজুড়ে যেন ঘন কমলা রঙের ধুলোর চাদর বিছানো। এই ধূলিঝড়ে ইরাকের দক্ষিণাঞ্চল ঘন কমলা ধুলোর মেঘে ঢেকে যায়, যার ফলে দৃশ্যময়তা কমে এক কিলোমিটারেরও কম হয়ে যায়।
ধুলোর হাত থেকে বাঁচতে পথচারী ও পুলিশ সদস্যরা মুখে মাস্ক পরে ছিলেন এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের সহায়তা করতে জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আজ মঙ্গলবার পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে।
এদিকে ইরাকের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশে আরও বেশি ধূলিঝড়ের আশঙ্কা রয়েছে।
ইরাকে ধূলিঝড় সাধারণ ঘটনা হলেও, বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে এখন অতিমাত্রায় ধূলিঝড় দেখা যাচ্ছে।
জাতিসংঘের তালিকায় ইরাককে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচটি দেশের একটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেশটি নিয়মিত ধূলিঝড়, প্রচণ্ড গরম এবং পানিসংকটের মুখোমুখি হয়।
এর আগে ২০২২ সালে এক ভয়াবহ ধূলিঝড়ে একজনের মৃত্যু হয় এবং ৫ হাজারেরও বেশি মানুষ শ্বাসজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
অনুষ্ঠানটি আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি সংবেদনশীল সময়ে অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ট্রাম্পের আরোপিত শুল্কের ফলে বাণিজ্যযুদ্ধ, ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আজ সবকিছু ভুলে যেন এক ছাদের নিচে জড়ো হয়েছেন বিশ্বনেতারা।
১ ঘণ্টা আগেভারতের গুজরাটে ১০২৪ জন ‘বাংলাদেশিকে’ আটকের দাবি করেছে রাজ্য সরকার। স্থানীয় সময় আজ শনিবার ভোররাত ৩টা থেকে অভিযান চালিয়ে আহমেদাবাদ ও সুরাট থেকে তাঁদের আটক করে গুজরাট পুলিশ। তাদের দাবি, আটক ব্যক্তিরা অবৈধভাবে গুজরাটে বসবাস করছিলেন।
১ ঘণ্টা আগেইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে চার শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আজ শনিবার এই বিস্ফোরণে ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ অজানা।
১ ঘণ্টা আগেরাশিয়ার কুরস্ক অঞ্চলে বছরখানেক আগে অভিযান শুরু করেছিল ইউক্রেন। অঞ্চলটির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করেছিল কিয়েভ। দীর্ঘ সময় লড়াইয়ের পর অবশেষে অঞ্চলটি কিয়েভের সেনাদের দখলমুক্ত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
২ ঘণ্টা আগে