Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে পেজার হামলার অনুমোদন দিয়েছিলেন নেতানিয়াহু নিজেই

অনলাইন ডেস্ক    

লেবাননে পেজার হামলার অনুমোদন দিয়েছিলেন নেতানিয়াহু নিজেই
পেজার বিস্ফোরণে আহতদের নিয়ে আসা হয় বৈরুতের আমেরিকান ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে। ছবি: এএফপি

লেবাননের যোগাযোগ ডিভাইস পেজার বিস্ফোরণে প্রায় ৪০ জনের বেশি নিহত হয়। শুরু থেকেই অনুমান করা হচ্ছিল, হিজবুল্লাহর সদস্যদের ব্যবহৃত সেসব পেজার বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত আছে। এবার সেই বিষয়টি নিশ্চিত করল ইসরায়েল। দেশটি জানিয়েছে, এই হামলার অনুমোদন দিয়েছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, গত সেপ্টেম্বরে লেবাননে যে সিরিজ পেজার বিস্ফোরণ ঘটে তার অনুমতি দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই। তাঁর অনুমোদন সাপেক্ষেই ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো পেজার বিস্ফোরণ ঘটনার পরিকল্পনা করে। সেই হামলায় প্রায় ৪০ জন নিহত হওয়ার পাশাপাশি ৩ হাজার জন নিহত হন।

এএফপিকে নেতানিয়াহুর মুখপাত্র ওমের দস্ত্রি বলেছেন, ‘নেতানিয়াহু গত রোববার নিশ্চিত করেছেন যে, তিনিই লেবাননে পেজার বিস্ফোরণ ঘটানোর অনুমতি দিয়েছিলেন।’

গত সেপ্টেম্বর মাসের ১৭ ও ১৮ তারিখে হিজবুল্লাহ অধ্যুষিত অঞ্চলগুলোতে একযোগে কয়েক হাজার পেজার বিস্ফোরিত হয়। এই ঘটনার পর ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলকে দোষী করে। এই হামলায় কিছু হিজবুল্লাহ সদস্য তাদের আঙুল হারিয়েছেন, আবার কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানা গেছে।

হিজবুল্লাহ এই বিস্ফোরণের ঘটনাকে তাদের যোগাযোগ নেটওয়ার্কের বিরুদ্ধে ‘ইসরায়েলি আগ্রাসন’ বলে অভিহিত করেছে এবং এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলি অবস্থান ট্র্যাকিং এড়ানোর জন্য হিজবুল্লাহ সদস্যরা পেজারকে বেছে নিয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের সীমান্ত পেরিয়ে হামলা চালানোর পর গাজায় আগ্রাসন শুরু করে হিজবুল্লাহ। সেই আগ্রাসন শুরুর পর হিজবুল্লাহ ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইসরায়েলের সঙ্গে সীমিত আকারে যুদ্ধ শুরু করে। পরে চলতি বছরের সেপ্টেম্বরে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে।

এরপর থেকে, লেবাননের রাজধানী বৈরুতের আশপাশে ইসরায়েলি হামলায় ইরান সমর্থিত গোষ্ঠীটির প্রাক্তন প্রধান হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। গত মাসে ইসরায়েলি সেনাবাহিনী হিজবুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাসান সাফিউদ্দিনকে হত্যা করে। যাই হোক, গত বছরের অক্টোবর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল

গাজায় আরও ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের সায়

তুরস্কে ৪০ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের বুলডোজার ও গোলাবারুদ দিল যুক্তরাষ্ট্র

গাজা নিয়ে চলচ্চিত্রে হামাস কর্মকর্তার ছেলে, প্রত্যাহার করে দুঃখপ্রকাশ বিবিসির

ইরাকের তেলের জন্য ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতায় পুতিন

গাজায় ‘মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা’ দেখিয়েছে ইসরায়েল: ভলকার তুর্ক

গাজায় এখনো নিখোঁজ ১৪ হাজারের বেশি, ৭ শতাধিক অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার

চার ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ৬২০ ফিলিস্তিনির মুক্তি