হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় জাতিসংঘের ক্লিনিকে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৮০

অনলাইন ডেস্ক

খান ইউনিসে ধ্বংসস্তূপের মধ্যে চলছি উদ্ধার তৎপরতা। ছবি: আনাদোলু

ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় আরও ৪১ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার, হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে। এর মধ্যে ১৫ জনই উত্তর গাজার শুজাইয়া এলাকার বাসিন্দা।

সংবাদমাধ্যমটির তথ্য অনুসারে, মধ্য ও দক্ষিণ গাজায়ও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। আল-নুসেইরাত শরণার্থীশিবিরে নির্বিচারে বিমান হামলা চলছে। খান ইউনিসের আশপাশের এলাকায়ও শোনা যাচ্ছে গোলাবর্ষণের বিকট আওয়াজ। ইসরায়েলি সামরিক হেলিকপ্টারগুলো খুব নিচে দিয়ে উড়ে গিয়ে গাজার পশ্চিমে টহল দিচ্ছে এবং এলোপাতাড়ি হামলা চালাচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

গতকাল বুধবার গাজায় জাতিসংঘের ক্লিনিকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০। ক্লিনিকটিতে এমন হামলাকে বর্বরোচিত হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ।

আলজাজিরার তথ্য অনুযায়ী, এর আগেও গত ১৯ ও ২৩ মার্চ জাতিসংঘের অ্যাম্বুলেন্স, অন্যান্য যান এমনকি একটি ভবনেও হামলা চালিয়েছে। ১৯ মার্চে জাতিসংঘের ভবনটিতে ইসরায়েলি হামলায় সংস্থাটির একজন কর্মকর্তাও নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৬ জন। অপর হামলায় নিহত হয়েছেন ১৫ জন, যাঁদের একজন জাতিসংঘের এবং আটজন রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী, বাকিরা ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মী।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের পুরোদস্তুর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ৪০৮ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। ত্রাণকর্মীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা করে জাতিসংঘের নিরাপত্তাপ্রধান গিলস মিশো বলেছেন, ‘ত্রাণকর্মীদের ওপর হামলার দায় কেউ নেয় না। আবার ভুল বলে এড়িয়ে যাওয়ার নজিরও আছে। এটা যেন ‘নিউ নরমাল’ (নতুন স্বাভাবিক অবস্থা) হয়ে উঠেছে, যা আবার সবাই মেনেও নিচ্ছে।’

আরব আমিরাতে মোবাইল, চুলের কাটিং ও অভিভাবকের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

ইসরায়েলি হামলায় আরও ২৯ ফিলিস্তিনি নিহত, গাজায় পানীয় জলের তীব্র সংকট

ইসরায়েলের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব দোধারি তলোয়ার

গাজায় ইসরায়েলের তীব্র হামলা চলছেই, নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

অস্ত্রসমর্পণ নিয়ে এবার আলোচনায় রাজি হিজবুল্লাহ

অন্তহীন মৃত্যুচক্রে আটকে পড়েছে গাজার মানুষ: জাতিসংঘ মহাসচিব

ওমরাহ পালন: ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়তে হবে

ট্রাম্পের চাপে অস্ত্র ছাড়তে রাজি ইরাকে ইরান-সমর্থিত ১০ সশস্ত্র গোষ্ঠী

গাজায় সাংবাদিকতা: ১০০ বছরে সব যুদ্ধেও এত গণমাধ্যমকর্মীর প্রাণ যায়নি

গাজাবাসীকে অন্য দেশে পাঠাতে ট্রাম্প–নেতানিয়াহু বৈঠক