Ajker Patrika

গাজায় ইসরায়েলের তীব্র হামলা চলছেই, নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক
আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ১০: ৪০
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক ফিলিস্তিনিকে উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। ছবি: আনাদোলু
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া এক ফিলিস্তিনিকে উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকর্মীরা। ছবি: আনাদোলু

গাজায় ইসরায়েলি নারকীয়তা থামছেই না। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী আইডিএফের বর্বরতায় নিহত হয়েছে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি এবং আহত হয়েছে ৫৫ জন। হতাহতদের সবাই শুজাইয়া এলাকার বাসিন্দা। অঞ্চলটিতে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে ৮০ জন। আজ বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারের সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার থেকে শুজাইয়ায় তীব্র হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল বুধবার সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়। আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহুর প্রশাসন। বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের পাশাপাশি উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে একাধিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়রা। তবে, বিশেষায়িত যন্ত্রপাতির অভাবে বিলম্বিত হচ্ছে উদ্ধারকাজ।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, সব প্রতিকূলতা এড়িয়ে সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করছেন তারা। বলেন, ‘এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না। যন্ত্রপাতি যা ছিল, ইসরায়েলি হামলায় ধ্বংস বা নষ্ট হয়েছে। অবরোধ অব্যাহত থাকায় নতুন করে যন্ত্র ঢুকতে পারছে না।’

আজ বৃহস্পতিবারও ভোরের আলো ফোটার আগেই ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে তীব্র হামলাগুলো চালানো হচ্ছে দক্ষিণ গাজার রাফাহর উত্তরাঞ্চলে। উত্তর গাজার বাইত লাহিয়ায়ও বৃষ্টির মতো গোলাবর্ষণ করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, আজ ভোরে খান ইউনিসের আল কারা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ২ জন এবং আহত হয়েছেন অনেকে। নুসেইরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি যুদ্ধবিমানের ছোড়া বোমায় নিহত হয়েছে একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত