অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি নারকীয়তা থামছেই না। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী আইডিএফের বর্বরতায় নিহত হয়েছে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি এবং আহত হয়েছে ৫৫ জন। হতাহতদের সবাই শুজাইয়া এলাকার বাসিন্দা। অঞ্চলটিতে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে ৮০ জন। আজ বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারের সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার থেকে শুজাইয়ায় তীব্র হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল বুধবার সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়। আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহুর প্রশাসন। বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের পাশাপাশি উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে একাধিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়রা। তবে, বিশেষায়িত যন্ত্রপাতির অভাবে বিলম্বিত হচ্ছে উদ্ধারকাজ।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, সব প্রতিকূলতা এড়িয়ে সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করছেন তারা। বলেন, ‘এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না। যন্ত্রপাতি যা ছিল, ইসরায়েলি হামলায় ধ্বংস বা নষ্ট হয়েছে। অবরোধ অব্যাহত থাকায় নতুন করে যন্ত্র ঢুকতে পারছে না।’
আজ বৃহস্পতিবারও ভোরের আলো ফোটার আগেই ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে তীব্র হামলাগুলো চালানো হচ্ছে দক্ষিণ গাজার রাফাহর উত্তরাঞ্চলে। উত্তর গাজার বাইত লাহিয়ায়ও বৃষ্টির মতো গোলাবর্ষণ করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, আজ ভোরে খান ইউনিসের আল কারা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ২ জন এবং আহত হয়েছেন অনেকে। নুসেইরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি যুদ্ধবিমানের ছোড়া বোমায় নিহত হয়েছে একজন।
গাজায় ইসরায়েলি নারকীয়তা থামছেই না। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী আইডিএফের বর্বরতায় নিহত হয়েছে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি এবং আহত হয়েছে ৫৫ জন। হতাহতদের সবাই শুজাইয়া এলাকার বাসিন্দা। অঞ্চলটিতে ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে ৮০ জন। আজ বৃহস্পতিবার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারের সম্প্রচারমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার থেকে শুজাইয়ায় তীব্র হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গতকাল বুধবার সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়। আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালায় নেতানিয়াহুর প্রশাসন। বিধ্বস্ত হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের পাশাপাশি উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে একাধিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয়রা। তবে, বিশেষায়িত যন্ত্রপাতির অভাবে বিলম্বিত হচ্ছে উদ্ধারকাজ।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, সব প্রতিকূলতা এড়িয়ে সর্বোচ্চ দিয়ে কাজ করার চেষ্টা করছেন তারা। বলেন, ‘এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না। যন্ত্রপাতি যা ছিল, ইসরায়েলি হামলায় ধ্বংস বা নষ্ট হয়েছে। অবরোধ অব্যাহত থাকায় নতুন করে যন্ত্র ঢুকতে পারছে না।’
আজ বৃহস্পতিবারও ভোরের আলো ফোটার আগেই ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে তাণ্ডব শুরু করেছে ইসরায়েলি বাহিনী। সবচেয়ে তীব্র হামলাগুলো চালানো হচ্ছে দক্ষিণ গাজার রাফাহর উত্তরাঞ্চলে। উত্তর গাজার বাইত লাহিয়ায়ও বৃষ্টির মতো গোলাবর্ষণ করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, আজ ভোরে খান ইউনিসের আল কারা এলাকায় ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ২ জন এবং আহত হয়েছেন অনেকে। নুসেইরাত শরণার্থী শিবিরেও ইসরায়েলি যুদ্ধবিমানের ছোড়া বোমায় নিহত হয়েছে একজন।
অনুষ্ঠানটি আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি সংবেদনশীল সময়ে অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ট্রাম্পের আরোপিত শুল্কের ফলে বাণিজ্যযুদ্ধ, ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আজ সবকিছু ভুলে যেন এক ছাদের নিচে জড়ো হয়েছেন বিশ্বনেতারা।
২ ঘণ্টা আগেভারতের গুজরাটে ১ হাজার ২৪ জন ‘বাংলাদেশিকে’ আটকের দাবি করেছে রাজ্য সরকার। স্থানীয় সময় আজ শনিবার ভোররাত ৩টা থেকে অভিযান চালিয়ে আহমেদাবাদ ও সুরাট থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ। তাদের দাবি, আটক ব্যক্তিরা অবৈধভাবে গুজরাটে বসবাস করছিল।
২ ঘণ্টা আগেইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে চার শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। আজ শনিবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বিস্ফোরণের কারণ অজানা।
২ ঘণ্টা আগেরাশিয়ার কুরস্ক অঞ্চলে বছরখানেক আগে অভিযান শুরু করেছিল ইউক্রেন। অঞ্চলটির কিছু অংশের নিয়ন্ত্রণ নেওয়ারও দাবি করেছিল কিয়েভ। দীর্ঘ সময় লড়াইয়ের পর অবশেষে অঞ্চলটি কিয়েভের সেনাদের দখলমুক্ত হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
৩ ঘণ্টা আগে