Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এবার ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় নিহত ৩ সেনা, আহত ১১ 

অনলাইন ডেস্ক

এবার ইসরায়েলের অভ্যন্তরে হামাসের হামলায় নিহত ৩ সেনা, আহত ১১ 

গত প্রায় ৭ মাস ধরে গাজায় চলা ইসরায়েলি আগ্রাসনের সময়কালে হামাস একবারও ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায়নি। তবে সর্বশেষ গতকাল রোববার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি ইসরায়েলের কারাম আবু সালেমের একটি সীমান্ত ফাঁড়িতে হামলা চালায়। এই হামলায় ৩ সেনা নিহত ও ১১ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)। 

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে—হামাসের হামলায় স্টাফ সার্জেন্ট পদমর্যাদার ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন—জিভাতি ব্রিগেডের রুবেন মার্ক মোর্দোশাই অ্যাসুলিন (১৯), আইদো তেস্তা (১৯) এবং নাহাল ব্রিগেডের তাল শাভিত (২১)। 

এই তিনজনসহ গত বছরে ৭ অক্টোবরে ইসরায়েলের সীমান্তে হামাসের হামলায় সব মিলিয়ে ২৬৬ জন ইসরায়েলি সেনা নিহত হলো। আইডিএফ জানিয়েছে, সব মিলিয়ে ১১ জন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ৯৩১ তম ব্যাটালিয়নের দুজন ও সেকেদ ব্যাটালিয়নের একজনে অবস্থা গুরুতর। 

এদিকে, লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিন হামাসের অভ্যন্তরীণ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে—হামাসই এই হামলা চালিয়েছে। হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডও এই হামলার দায় স্বীকার করেছে। আল-ক্বাসাম ব্রিগেড জানিয়েছে, তাঁরা কারাম আবু সালেমের একটি ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১১৪ মিলিমিটার স্বল্পপাল্লার রাজুম ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালিয়েছে। 

তবে আল-ক্বাসাম ব্রিগেডে জানায়নি ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র তাঁরা ইসরায়েলে নিক্ষেপ করেছে। তবে আইডিএফ জানিয়েছে, হামাস অন্তত ১১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর এই রকেটগুলো নিক্ষেপ করা হয়েছে রাফাহ থেকে। হামলার পরপরই কারাম আবু সালেম সীমান্ত ক্রসিং বন্ধ করে দেওয়া হয়। 

উল্লেখ্য, কারাম আবু সালেমের যে স্থানে হামলা চালানো হয়েছে সেখানে মূলত ইসরায়েলি সেনারা সামরিক সরঞ্জাম ও রসদ পাহারা দিচ্ছিলেন। এসব সরঞ্জাম ও রসদ সেখানে জমা করা হয়েছে মূলত রাফাহে সম্ভাব্য অভিযানের সময় ব্যবহারের জন্য। হামাসের হামলায় সেসব সরঞ্জাম বা রসদের কোনো ক্ষতি হয়েছে কি না তা জানা যায়নি।

নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে ইরানি প্রতিবাদকারীর আত্মহত্যা

সিরিয়ায় নতুন করে কী ঘটেছে এবং কেন

ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনায় আইএইএ-এর নজরদারি চায় কাতার

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে নতুন সংঘর্ষে নিহত হাজারের বেশি, ঐক্যের ডাক প্রেসিডেন্টের

ইরান থেকে বিদ্যুৎ আমদানিতে ইরাকের বাধা যুক্তরাষ্ট্র

মস্কো-ওয়াশিংটন বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকের আয়োজক সৌদি আরব

গাজায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত হামাস-ইসরায়েলের

একা হয়ে পড়ছেন ট্রাম্প, আরব বিশ্বের গাজা পুনর্গঠন পরিকল্পনায় ইউরোপের শীর্ষ দেশগুলোর সমর্থন