হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ার মাউন্ট হেরমন থেকে শিগগির সরছে না ইসরায়েল: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২: ২৭
মাউন্ট হেরমনের তুষারাবৃত চূড়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওরফে বিবি। ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ না ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্য কোনো ব্যবস্থা নিশ্চিত হয়, ততক্ষণ পর্যন্ত ইসরায়েলি বাহিনী সিরিয়ার সীমান্তে বাফার জোনে বিশেষ করে মাউন্ট হেরমনের চূড়ায় অবস্থান করবে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মাউন্ট হেরমনের শৃঙ্গ সফর করেন এবং সেখানেই তিনি এই মন্তব্য করেন। মাউন্ট হেরমন এই অঞ্চলের সর্বোচ্চ চূড়া এবং সিরিয়ার ভেতরে অবস্থিত। এটি ইসরায়েল-নিয়ন্ত্রিত গোলান মালভূমির সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।

সম্ভবত প্রথমবারের মতো কোনো বর্তমান ইসরায়েলি নেতা সিরিয়ার এত ভেতরে পা রেখেছেন। নেতানিয়াহু জানান, ৫৩ বছর আগে একজন সৈনিক হিসেবে তিনি হেরমনের শৃঙ্গে এসেছিলেন, তবে সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে ইসরায়েলের নিরাপত্তার জন্য এই শৃঙ্গের গুরুত্ব আরও বেড়েছে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলের একটি অংশ দখল করে, যা ইসরায়েল-দখলকৃত গোলান মালভূমির সীমান্ত বরাবর অবস্থিত। ইসরায়েলের এই বাফার জোন দখল সমালোচনার মুখে পড়েছে। সমালোচকেরা ইসরায়েলকে ১৯৭৪ সালের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ভূমি দখলের অভিযোগ করছেন।

নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজের সঙ্গে এই বাফার জোনে যান। কাটজ জানান, তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে দ্রুত সেখানে একটি স্থাপনা গড়ে তোলার নির্দেশ দিয়েছেন, যার মধ্যে রয়েছে দুর্গ নির্মাণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ। ধারণা করা হচ্ছে, এই এলাকায় দীর্ঘ সময় অবস্থান করতে হতে পারে ইসরায়েলি সেনাদের। কাতজ বলেন, ‘হেরমনের শৃঙ্গ ইসরায়েল রাষ্ট্রের চোখ, যা কাছের এবং দূরের শত্রুদের দেখার সুযোগ করে দেয়।’

নাম প্রকাশ না করার শর্তে এক ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, বাফার জোনের ভেতরে থাকা সিরিয়ান গ্রামবাসীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। সিরিয়া এবং ইসরায়েল-নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যে বাফার জোনটি ১৯৭৩ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর জাতিসংঘ নির্ধারণ করে দেয়। তখন থেকে প্রায় ১ হাজার ১০০ সদস্যের একটি জাতিসংঘ বাহিনী এলাকাটি টহল দিয়ে আসছে।

জাতিসংঘের এক মুখপাত্র মঙ্গলবার বলেছেন, ইসরায়েলি সেনাদের অগ্রসর হওয়া, তা যত দিনই স্থায়ী হোক, ১৯৭৪ সালের চুক্তির লঙ্ঘন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘ওই চুক্তিকে সম্মান করতে হবে, আর দখল মানে দখলই। তা এক সপ্তাহ, এক মাস বা এক বছর স্থায়ী হোক, দখল দখলই থেকে যায়।’

আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী দল হায়াত তাহরির আল-শাম বা আরব রাষ্ট্রগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি এ বিষয়ে।

উল্লেখ্য, ইসরায়েল এখনো গোলান মালভূমির বেশির ভাগই নিয়ন্ত্রণ করে। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর ইসরায়েল এটি সিরিয়ার কাছ থেকে দখল করে নেয় এবং পরে এটি নিজেদের ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই স্বীকৃতি দেয়নি। হেরমনের শৃঙ্গটি ইসরায়েল-দখলকৃত গোলান মালভূমি, লেবানন এবং সিরিয়ার মধ্যে বিভক্ত। কেবল যুক্তরাষ্ট্র ইসরায়েলের গোলান মালভূমির নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

দুই পর্যায়ের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা, হামাসের ইতিবাচক সাড়া

গাজায় নিহত ছাড়াল ৪৬ হাজার, প্রকৃত সংখ্যা ৪০ শতাংশ বেশি বলছে গবেষণা

সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের

সেনাপ্রধানকে প্রেসিডেন্ট নির্বাচিত করল লেবানন