হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্য আরব আমিরাতকে যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র। আরব আমিরাতে হুতিদের সিরিজ মিসাইল হামলার পর যুক্তরাষ্ট্র এ সিদ্ধান্ত নিয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
এক বিবৃতিতে আরব আমিরাতের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, বর্তমান হুমকির বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে সহায়তা করার জন্য যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র।
এর আগে মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ও আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের মধ্যে একটি ফোনালাপ হয়।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের অংশ আরব আমিরাত। গত মাসে মিসাইল হামলায় আরব আমিরাতের তিন কর্মী নিহত হন।
পরে দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল আল ধাফরা বিমানঘাঁটি। সেখানে মার্কিন বাহিনীর অবস্থান লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়।