অনলাইন ডেস্ক
স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা প্রকাশ্যে ঘোষণা করলেন দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে শেইখা মাহরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ব্যবসায়ী স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে তালাক দেওয়ার কথা জানান রাজকন্যা।
গত বছরের মে মাসেই মানার সঙ্গে মাহরার বিয়ে হয়েছিল। তাঁদের সন্তানের বয়স এখনো দুই মাস পূর্ণ হয়নি। এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ইনস্টাগ্রামে তালাকের ঘোষণা দেন মাহরা। তিনি লিখেছেন, ‘প্রিয় স্বামী, আপনি যেহেতু অন্য সঙ্গীদের নিয়ে আছেন, সেহেতু আমি আমাদের বিচ্ছেদ ঘোষণা করলাম। আমি আপনাকে তালাক দিলাম, তালাক দিলাম, তালাক দিলাম। নিজের যত্ন নেবেন। আপনার সাবেক স্ত্রী।’
এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের মতো ছড়িয়ে যায়। অনেকেই দাবি করেছেন, এই দম্পতি ইতিমধ্যে একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন এবং নিজেদের প্রোফাইল একে অপরের সব ছবি ডিলিট করে দিয়েছেন। আবার এমনও অনেকে জানিয়েছেন, এই দম্পতি একে অপরকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্লক করেছেন।
এদিকে, মাহরা ঘোষণাটি দেখে শুরুতে অনেকেই ভেবেছিলেন, রাজকন্যার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। অনেকেই ওই পোস্টের নিচে নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘খারাপ খবর, ঈশ্বর আপনার ভালো করুক।’
আরেকজন রাজকন্যার সাহসের প্রশংসা করে লিখেছেন, ‘এটি জীবনের একটি পর্যায় এবং ভালো-মন্দের সঙ্গে জীবন এগিয়ে যাবে। জীবন কারও জন্য থামবে না।’
সম্প্রতি ইনস্টাগ্রামে সন্তান জন্মের খবর দিয়ে এই ঘটনাকে জীবনের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছিলেন মাহরা। সে সময় তাঁর পোস্ট করা একটি ছবিতে দেখা গিয়েছিল, তাঁর স্বামী মানা তাঁর সদ্যোজাত সন্তানকে কোলে জড়িয়ে ধরেছেন। তবে সপ্তাহ দু-এক আগেই আরেকটি রহস্যময় পোস্ট করেন রাজকুমারী। এই পোস্টে সন্তানের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করে তিনি লিখেন, শুধু আমরা দুজন।
শেইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতে একজন নারী অধিকারকর্মী হিসেবে পরিচিত। পড়াশোনা করেছেন যুক্তরাজ্যে।