Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল 

অনলাইন ডেস্ক

ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়াল 

গাজায় ইসরায়েলি আগ্রাসনের ২৫০ দিনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে। গতকাল বুধবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা শুরু হওয়ার পর এখন পর্যন্ত গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ২০২ জন। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮৪ হাজার ৯৩২ জন আহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এর মধ্যে শিশু ১৪ হাজার ৮০০ জনের বেশি এবং নারী ৮ হাজার জনের বেশি। এ ছাড়া নিখোঁজ হয়েছে আরও অন্তত ৮ হাজার জন।

এদিকে, ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর প্রায় ৮ মাস পর গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রস্তাব পাশ করেছে। তবে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলেও ইসরায়েল অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নৃশংসতা অব্যাহত রেখেছে। আল-কুদসের প্রতিবেদন অনুসারে, দখলদারত্ব ইসরায়েলি দখলদার বাহিনী গত ২৪ ঘণ্টায় ৩টি গণহত্যা চালিয়েছে। এতে ৩৮ জন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন।

এর আগে, গত ৭ অক্টোবর গাজার নিকটবর্তী ইসরায়েলি শহর ও গ্রামে হামাসের অভিযানের সময় অন্তত ১ হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়। সেদিন হামাস ২৪৩ জনকে জিম্মি করে আনে। প্রতিক্রিয়ায় সেদিনই ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করে।

ইসরায়েলি হামলায় গাজায় বেসামরিক প্রাণহানির পাশাপাশি অঞ্চলটির হাসপাতাল, স্কুল, শরণার্থীশিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

দুবাইয়ে পুলিশকে গালাগালি, নারীর কারাদণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়

সৌদি আরবে অসুস্থ না হয়েও ‘সিক লিভ’ নিলে জেল-জরিমানা

হামাসকে নিরস্ত্র হয়ে গাজা ছাড়তেই হবে: ট্রাম্পের দূত

সংখ্যালঘু হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি আল-শারার, কুর্দি বিদ্রোহীদের একীভূত করল সিরিয়া

নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে ইরানি প্রতিবাদকারীর আত্মহত্যা

সিরিয়ায় নতুন করে কী ঘটেছে এবং কেন

ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনায় আইএইএ-এর নজরদারি চায় কাতার

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে নতুন সংঘর্ষে নিহত হাজারের বেশি, ঐক্যের ডাক প্রেসিডেন্টের