হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লোহিতসাগরে ডুবল মিসরের সাবমেরিন, ৬ পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক

‘সিনবাদ’ নামের সাবমেরিনটিতে ক্রু সদস্য ছাড়াও ৪৫ জন রুশ পর্যটক ছিলেন। ছবি: সংগৃহীত

মিসরের লোহিতসাগরে রুশ পর্যটকবাহী একটি সাবমেরিন ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগরের উপকূলে হুরঘাদা শহরে কাছে এই দুর্ঘটনা ঘটে।

হুরঘাদার রুশ কনস্যুলেট জানিয়েছে, ‘সিনবাদ’ নামের সাবমেরিনটিতে ক্রু সদস্য ছাড়াও ৪৫ জন রুশ পর্যটক ছিলেন। কনস্যুলেট চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে, তবে তাঁরা রুশ কি না তা স্পষ্ট করেনি।

কনস্যুলেট আরও জানায়, জাহাজে থাকা বেশির ভাগ লোককে উদ্ধার করে হুরঘাদায় তাদের হোটেল ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে বেশ কয়েকজন পর্যটক এখনো নিখোঁজ বলে জানিয়েছে কনস্যুলেট।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, উদ্ধারকারী দল ৪৫ জন যাত্রীর মধ্যে ২৯ জনকে জীবিত উদ্ধার করেছে।

গত নভেম্বরে একটি পর্যটকবাহী নৌকা উঁচু ঢেউয়ের ধাক্কায় কয়েক মিনিটের মধ্যে ডুবে গেলে চারজনের মৃত্যু হয় এবং ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে গত বছরের জুনেও ঝড়ের কারণে একটি নৌকা ডুবে গিয়েছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়।

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসর ২০২৪ সালে ১৪.১ বিলিয়ন ডলারের পর্যটন রাজস্ব নিয়ে আফ্রিকায় প্রথম স্থানে রয়েছে, যা সুয়েজ খাল থেকে দেশটির আয়ের দ্বিগুণেরও বেশি। এটি দেশটির বিপর্যস্ত অর্থনীতিকে টিকিয়ে রাখতে পর্যটনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে।

এ ছাড়া লোহিত সাগর প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য দর্শনার্থীদের কাছে বিখ্যাত এবং এটি মিসরের পর্যটন শিল্পের একটি প্রধান কেন্দ্র। রুশ পর্যটকদের কাছে এই অঞ্চলটি ব্যাপক জনপ্রিয়।

আরব আমিরাতে মোবাইল, চুলের কাটিং ও অভিভাবকের পোশাক নিয়ে নতুন নির্দেশনা

ইসরায়েলি হামলায় আরও ২৯ ফিলিস্তিনি নিহত, গাজায় পানীয় জলের তীব্র সংকট

ইসরায়েলের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব দোধারি তলোয়ার

গাজায় ইসরায়েলের তীব্র হামলা চলছেই, নিহত আরও ৩৫ ফিলিস্তিনি

অস্ত্রসমর্পণ নিয়ে এবার আলোচনায় রাজি হিজবুল্লাহ

অন্তহীন মৃত্যুচক্রে আটকে পড়েছে গাজার মানুষ: জাতিসংঘ মহাসচিব

ওমরাহ পালন: ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়তে হবে

ট্রাম্পের চাপে অস্ত্র ছাড়তে রাজি ইরাকে ইরান-সমর্থিত ১০ সশস্ত্র গোষ্ঠী

গাজায় সাংবাদিকতা: ১০০ বছরে সব যুদ্ধেও এত গণমাধ্যমকর্মীর প্রাণ যায়নি

গাজাবাসীকে অন্য দেশে পাঠাতে ট্রাম্প–নেতানিয়াহু বৈঠক