পাকিস্তান সরকার বলেছে তালেবানকে আফগানিস্তানের সরকার হিসেবে একতরফাভাবে স্বীকৃতি দেবে না। আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভা বৈঠকের পর মঙ্গলবার তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী গণমাধ্যমে বলেন, ১৯৯০ সালে তালেবানকে স্বীকৃতি দানকারি তিন দেশের মধ্যে এক দেশ ছিল পাকিস্তান। তাই তারা বিচ্ছিন্নভাবে কোন সিদ্ধান্ত নেবে না।
তথ্যমন্ত্রী বলেন, আমরা অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছি। একাই কোন সিদ্ধান্ত নেব না। বিশ্ব শক্তির সঙ্গে মিল রেখেই সিদ্ধান্ত নেব।
ফাওয়াদ চৌধুরী বলেন, পাকিস্তান খুশি কারণ কাবুলে রক্তপাত ছাড়াই ক্ষমতা হস্তান্তর হয়েছে।