Ajker Patrika
হোম > বিশ্ব > পাকিস্তান

এশিয়ার সেরা মুদ্রা পাকিস্তানি রুপি

অনলাইন ডেস্ক

এশিয়ার সেরা মুদ্রা পাকিস্তানি রুপি

আঞ্চলিক প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এশিয়ার মুদ্রা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে পাকিস্তানি রুপি। মার্কিন ডলারের বিপরীতে উল্লেখযোগ্য বিনিময় হার অর্জন করে ৩ দশমিক ১ শতাংশ বেড়েছে পাকিস্তানি রুপির মান। আগামী শুক্রবার পর্যন্ত এমএসসিআই এশিয়া ইমার্জিং এবং ফ্রন্টিয়ার্স মার্কেট ইনডেক্সে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার বিনিময় হার স্থির হয়েছে ২৭৮ দশমিক ১২ রুপি।

পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। বলা হয়েছে, বেশ কয়েকটি দিক মিলে যাওয়ার কারণেই পাকিস্তানি রুপির এই উন্নতি সাধিত হয়েছে। রোশান ডিজিটাল অ্যাকাউন্টের (আরডিএ) মাধ্যমে বৈদেশিক মুদ্রার প্রবাহও একটি উল্লেখযোগ্য কারণ হিসেবে কাজ করেছে।

প্রবাসী পাকিস্তানিদের জন্য তাঁদের পরিবারে অর্থ পাঠানোর গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে আরডিএ। চ্যানেলটির মাধ্যমে প্রবাসীরা দেশে এ পর্যন্ত প্রায় ৮০০ কোটি ডলার পাঠিয়েছেন।

আরডিএর মাধ্যমে অর্থ প্রবাহের বাইরেও শক্তিশালী রেমিট্যান্স, রপ্তানির স্থিতিশীল পরিসংখ্যান এবং আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠান থেকে কৌশলগত ঋণও রুপির এই শক্তিশালী অবস্থান তৈরিতে অবদান রেখেছে।

এসবের সঙ্গে ঋণের রোল ওভার পাকিস্তানের অর্থনীতিতে স্থিতিস্থাপকতা যোগ করেছে, বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়িয়েছে।

শ্রীলঙ্কার রুপি এশিয়ার মুদ্রা র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। ২ দশমিক ৭ শতাংশ উন্নতি হয়েছে দেশটির মুদ্রার বিনিময় হার।

বিপরীতে ভারত, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর মুদ্রার ৫ দশমিক ৬ শতাংশ পর্যন্ত অবনমন ঘটেছে।

খাইবার পাখতুনখাওয়ায় সেনা অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু

কিশোরকে বিয়ে করতে পাকিস্তানে গিয়ে ভাইরাল এক মার্কিন নারী

হারানো পরিবার পাঁচ দশক পর পাকিস্তানে পেলেন বাংলাদেশি ইফতেখার

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

তরুণদের দেশত্যাগ কঠিন করে তুলেছে পাকিস্তান

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর

পাকিস্তান এয়ারলাইনসের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, তদন্তের নির্দেশ

পাকিস্তানের পাঞ্জাবে মিলল ৩২ হাজার কেজি স্বর্ণের খনি