হোম > বিশ্ব > পাকিস্তান

তালেবান কাশ্মীর এনে দেবে, দাবি ইমরানের দলের নেত্রীর

অনলাইন ডেস্ক

তালেবানের সাহায্যেই ভারতের হাত থেকে কাশ্মীরকে স্বাধীন করবে পাকিস্তান। পাকিস্তানের ক্ষমতাসীন দল ‘পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’-এর এক নেত্রী এমনই বিতর্কিত দাবি করে বসেছেন। টিভিতে এক অনুষ্ঠানে এমনই কথা বলতে শোনা যায় তাঁকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

নিলাম ইরশাদ শেখ নামের ওই নেত্রী বলেন, তালেবান বলেছে ওরা আমাদের সঙ্গে আছে। কাশ্মীরকে স্বাধীন করতে আমাদের সাহায্যও করবে। 

ওই ভিডিওর ক্লিপ এর মধ্যেই ছড়িয়ে পড়েছে পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্চালক ইমরানের দলের নেত্রীর এমন কথা শুনে তাঁর কাছে জানতে চাইছেন, এমন তথ্য তিনি কোথায় পেয়েছেন। ওই সঞ্চালক বলেন, ম্যাডাম, আপনি কি জানেন আপনি কী বললেন! আপনার কোনো ধারণা নেই। এই শোটা সারা পৃথিবীর মানুষ দেখবেন। ভারতেও এটি দেখা যাবে। 

এরপর ওই নারী নেত্রী বলতে থাকেন, পাক সেনার শক্তি রয়েছে কাশ্মীরকে ভারতের থেকে স্বাধীন করার। সেই সঙ্গে পাক প্রধানমন্ত্রীর ‘সুযোগ্য’ নেতৃত্বের কথাও বলতে দেখা যায় তাঁকে।

যদিও তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ একটি বিষয়। 

গত ১৫ আগস্ট আফগানিস্তান নতুন করে দখল করে তালেবান। অভিযোগ উঠেছে, পাকিস্তান সাহায্য করছে আফগানিস্তানে বর্তমান এই শাসকগোষ্ঠীকে। 

বেলুচিস্তানে ট্রেনে সন্ত্রাসী হামলার মূল পৃষ্ঠপোষক আমাদের পূর্ব দিকের প্রতিবেশী: পাকিস্তান সেনাবাহিনী

এক্স নিষিদ্ধ হলে সরকারি দপ্তরগুলো কীভাবে ব্যবহার করছে, জানতে চান পাকিস্তান হাইকোর্ট

বেছে বেছে হত্যা করে অস্ত্রধারীরা, বিভীষিকাময় রাতের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা

ট্রেন ছিনতাইয়ের কলকাঠি নড়েছে আফগানিস্তান থেকে, অভিযোগ পাকিস্তানের

পাকিস্তানে জিম্মি ট্রেনে সেনাবাহিনীর অভিযানে নিহত ৫৮

পাকিস্তানে ট্রেন জিম্মি: ৩০ ঘণ্টার অভিযানে নাটকীয়তার অবসান

দুর্ধর্ষ উপায়ে ট্রেন ছিনতাইয়ের ভিডিও প্রকাশ করল বেলুচ বিদ্রোহীরা

পাকিস্তানে ট্রেন ছিনতাইয়ের নেপথ্যে কারা, কী চায় তারা

পাকিস্তানে ট্রেন জিম্মি: ১৯০ যাত্রী উদ্ধার, ৩০ বিদ্রোহী নিহত

পাকিস্তানে জিম্মি ট্রেনের শতাধিক আরোহী উদ্ধার, তুমুল গোলাগুলি