নিউইয়র্কে ১৭টি পূজামণ্ডপে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। নিউইয়র্কের পূজামণ্ডপগুলো প্রতিদিন সকাল ১০টা থেকে ভক্তদের জন্য উন্মুক্ত হয় এবং বন্ধ হয় মধ্যরাতের পর। সর্বজনীন এই উৎসবে সব ধর্মের মানুষকে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে।
জ্যাকসন হাইটস অঞ্চলের একমাত্র স্থায়ী মন্দির ওম শক্তি। এ মন্দিরের সভাপতি গৌরাঙ্গ রায় বলেন, স্থানীয় সময় গতকাল সোমবার থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই পূজায় অন্তত ২০ হাজার মানুষের সমাগম ঘটবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঠাকুর চণ্ডী উপনিষদ ও অন্যান্য ধর্মগ্রন্থ থেকে মন্ত্র পাঠ করে পূজা করেন। তারপর ভক্তবৃন্দ অঞ্জলি দেন।
গৌরাঙ্গ রায় আরও বলেন, সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত চলে সন্ধ্যা আরতি। এর পর মধ্যরাত পর্যন্ত নাচ-গান সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে পূজা শেষ হলে শুরু হয় প্রসাদ বিতরণ, চলে মধ্যরাত পর্যন্ত। সব ধর্মবর্ণের মানুষ এ প্রসাদ গ্রহণ করেন।
সাংস্কৃতিক সংগঠক গোপাল সান্যাল বলেন, শারদীয়া দুর্গাপূজা সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে। পূজা এলেই ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালি মেতে ওঠে এক উৎসব আমেজে। এই প্রাণবন্ত আমেজ সব মানুষের মধ্যে শান্তির বার্তা বয়ে আনুক। পৃথিবীর তাবৎ দানবিক, আসুরিক, জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসী আগ্রাসন শক্তির বিনাশ ঘটুক। উৎসারিত হোক, ধর্ম যার যার উৎসব সবার।
নিউইয়র্কের উল্লেখযোগ্য পূজামণ্ডপের মধ্যে আছে সর্বজনীন পূজা উদ্যাপন পরিষদ ইউএসএ ইনক, শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ, উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ, আমেরিকান বাঙালি হিন্দু ফাউন্ডেশন, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন, বাংলাদেশ সেবা সংঘ, শ্রী শ্রী রাধামাধব মন্দির, মহামায়া মন্দির ও সত্যনারায়ণ পূজা মণ্ডপ।