প্রথমে আপনাকে মনে রাখতে হবে কম্পিউটারের ব্যবহারিক দক্ষতা রাতারাতি অর্জন হয় না। এই দক্ষতা অর্জন করতে আপনাকে একাগ্রচিত্তে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার বাসায় যদি কম্পিউটার বা ল্যাপটপ থাকে, আর যদি ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে খুব সহজেই আপনি এ দক্ষতাগুলো অর্জন করতে পারবেন।
টাইপিংয়ে গতি বাড়ান
টাইপিংয়ে গতি বাড়ানোর জন্য আপনাকে প্রচুর নিয়মিত টাইপ করতে হবে। টাইপিং শিখতে গেলে প্রথমে যে সমস্যা হয়, তা হলো টাইপ করার মতো কিছু খুঁজে পাওয়া যায় না। এ ক্ষেত্রে আপনি কয়েকটা টেকনিক অনুসরণ করতে পারেন।
যেমন মাইক্রোসফট ওয়ার্ডে আপনি একাডেমিক পড়াশোনা বা চাকরির প্রস্তুতির বিভিন্ন বিষয়ে নোট করতে পারেন। এতে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহারের খুঁটিনাটি জানা হয়ে যাবে। আবার এগুলো চাইলে আপনি প্রিন্ট করে শিট বানাতে পারেন অথবা ফেসবুকে বিভিন্ন চাকরির প্রস্তুতির গ্রুপে পোস্টও করতে পারেন।
বাংলা ও ইংরেজিতে লিখুন
ফেসবুকে আমরা কমবেশি সবাই স্ট্যাটাস দিই। প্রয়োজনে-অপ্রয়োজনে মেসেঞ্জারে চ্যাট করে থাকি। কিন্তু এগুলো যদি আপনি বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপে বসে লিখে থাকেন, তাহলে কয়েক মাসের মধ্যে আপনি অবাক হয়ে লক্ষ করবেন, আপনার টাইপিং দক্ষতা চলে আসছে। অন্যদিকে কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজিংও শিখে যাবেন।
ই-মেইল পাঠানো শিখুন
ফরমালি ই-মেইল কীভাবে পাঠাতে হয়, এটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে ইউটিউবে টিউটোরিয়াল দেখে খুব সহজেই শিখে নিতে পারেন। আর মাঝে মাঝে বন্ধুদের ই-মেইল পাঠাতে পারেন। আপনার প্রতি মাসের আয়-ব্যয়ের হিসাবটা এক্সেলে রাখতে পারেন। এতে আয়-ব্যয়ের হিসাবটা রেকর্ড করা হয়ে যাবে। আর আপনার এক্সেলও শেখা হবে।
পাওয়ার পয়েন্ট শিখুন
বর্তমানে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ার সময় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হয়। কিন্তু আপনার ছাত্রজীবন যদি পার হয়ে থাকে, তাহলে আপনি চাকরির প্রস্তুতির যেকোনো বিষয়ের নির্দিষ্ট টপিকের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করতে পারেন। আর শিক্ষার্থী হলে অবশ্যই নিজে নিজে প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করবেন। এগুলো শেখার জন্য বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। গুগলে সার্চ দিলেই পাবেন। ইউটিউবেও ভালো মানের টিউটোরিয়াল আছে, যা দেখে আপনি অনায়াসেই শিখে নিতে পারেন। এখন হাতে অনেক সময় আছে, চাইলে অনলাইনে দেশি-বিদেশি বিভিন্ন ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের আন্ডার অনলাইনে এসব বিষয়ের ওপর কোর্সও করে নিতে পারেন। সফলভাবে কোর্স সম্পন্ন করলে প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেটও দেওয়া হয়, যা পরবর্তী জীবনে কাজে লাগতে পারে।
কম্পিউটারের এসব দক্ষতার জন্য বাজারে ভালো মানের বই পাওয়া যায়। গুগলে সার্চ দিলে অনেক বইয়ের পিডিএফ ভার্সনও পেয়ে যাবেন। কম্পিউটারের ব্যবহারিক দক্ষতা অর্জন করলে আপনি আয়ের অনেক উৎস খুঁজে পাবেন। বেকার থাকা লাগবে না। ডিজিটাল দুনিয়ায় কম্পিউটারের ব্যবহারিক দক্ষতা অর্জন করে হয়ে উঠুন একজন স্মার্ট মানুষ।